আসসালামু আলাইকুম।
প্রিয় আপনাদের জন্য নিয়ে এসেছি ভোকাবুলারি মুখস্থ করার অভিনব পন্থা।ভয় পাবেন না,ভয় পেলেই অর্ধেক পরাজিত হয়ে যাবেন।ভয় না পাওয়াই হচ্ছে জয়ের চাবিকাঠি।তাই ভয় পাবেন না।আপনাদের অনেকে ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় শুধু একটা কারনেই সেটা হচ্ছে অধিক শব্দের অর্থ না জানা।অনেকে মুখস্থ করে তারপরও ভুলে যায় বা মনে থাকে না।বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় সিনোনিয়াম বা এনটোনিয়াম আসে কিন্তু মুখস্থ করার ঝামেলার কারনে অনেকে দিতে পারে না।আপনাদের জন্য একটা বই সাজেস্ট করব।সেটা হলো Saifur’s students vocabulary.আবার GRE পড়তে পারেন এইটা অনেক ভালো বই।
GRE হচ্ছে ইংরেজি থেকে ইংরেজি হয়ত অনেকের বুঝতে সমস্যা হতে পারে।তাই সেটা সাজেস্ট করিনি।
আচ্ছা আসা যাক মূল কথায়-
*প্রথমে শব্দটির বাংলা অর্থ জেনে নিব।
*একটা ওয়ার্ডের শুধু সিনোনিয়াম বা সমার্থক শব্দ পড়বেন,সমার্থক শব্দ পড়লে এমনিতেই এনটোনিয়াম বা বিপরীত শব্দ পারবেন।
*মুখস্থ করার চেষ্টা করবেন।
*যেটা শিখলেন সাথে সাথে খাতায় লিখবেন,আবার পড়ার সাথে সাথে কমপক্ষে ১০ বার লিখবেন।
*সকালে যে ওয়ার্ড গুলো শিখলেন তা বিকালে বা সন্ধায় আবার দেখবেন।
*জোরে জোরে আওয়াজ করে পড়বেন,প্রয়োজনে রুমের দরজা বন্ধ করে পড়বেন।
*যখন সময় পাবেন তখনই রিভাইজ দিবেন।বাসে থাকুন,রিকসায় থাকুন ইত্যাদি যেখানেই থাকুন রিভাইজ দিবেন।
*পড়ার সময় মোবাইলে রেকর্ড করতে পারেন যখন অবসর সময় পাবেন টুক করেই শুনে নিবেন।
*আজকে নতুন ভোকাবুলারি যখন পড়তে যাবেন,তখন ৩দিনের সবগুলো একবার রিভাইজ দিবেন।৩দিনের আগের গুলো দেওয়ার দরকার নেই।
*ঘুম থেকে উঠের দেখতে পারেন,কারন তখন ব্রেইন সার্প থাকে।
*কঠিন শব্দগুলো দাগ বা মার্ক দিয়ে রাখবেন,অনেক দিন পর পর দেখে নিবেন।
*সর্বোপরি বন্ধুদের সাথে,গফের সাথে(গফ মোটামুটি সবারই থাকে) বা নিকট আত্মীয়দের সাথে কথা বলার সময় শব্দগুলো ব্যবহার করবেন।
এইভাবে পড়লে আপনার ভোকাবুলারির সমস্যা জীবনেও হবে না।সব সময় কথা বলার সময় একটু আকটু ইংরেজি বলার চেষ্টা করবেন।মাঝে মধ্যে ইংরেজি বলাটা একটা স্মার্টনেস।লজ্জা পাবেন না,অনেকে লজ্জা পেয়ে ইংরেজি বলতে চায় না এটা একদমই ঠিক না।তাই,লজ্জা কাটিয়ে উঠতে হবে।
পৃথিবীতে কেউই মেধাবী না সবাই পরিশ্রমী।
পরিশ্রম করুন সুফল আসবেই।শুধু পরিশ্রম করলেই হবে না কিছু টেকনিক অবলম্বন করতে হবে।একটা কথা মনে যে যত রিভাইজ দেয় সেই তত মেধাবী।আর দেরি না করে এখন থেকেই পড়া শুরু করেন।
সবাইকে কমেন্ট বক্সে কেমন লেগেছে মতামত জানানোর অনুরোধ করলাম।
ধন্যবাদ