আসসালামু আলাইকুম
বর্তমানে কোভিড-১৯ এর কারনে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় অচল। শিক্ষার্থীদেরকে দেয়া হচ্ছে আটোপাশ। বিদ্যালয় থেকে এ্যাসাইনমেন্ট গ্রহন করা হচ্ছে। অষ্টম শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট টি আজকে লেখা হল। আশা করি এই লেখাটি সহায়ক হিসেবে কাজে লাগবে।
এ্যাসাইনমেন্ট এর বিষয়ঃ
সংক্ষিপ্ত প্রশ্ন
১।
ক) জি. এম. ফসল বলতে কি বোঝায়?
খ) বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা কর।
২।
ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক- ব্যাখ্যা কর।
প্রশ্ন ১। ক) জি. এম. ফসল বলতে কি বোঝায়?
উত্তরঃ জি. এম. ফসলঃ ফসলের জিনগত বিন্যাস বদলানো, ফসলের দিব্যদৈর্ঘ্য সংনেদনশীলতার জন্য দায়ী জিন ছাটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে। সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধরনের ফসলকে জি. এম. ফসল বলা হয়।
প্রশ্ন ১। খ) বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা কর।
উত্তরঃ বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনঃ বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষিতে প্রধান মিল হচ্ছে ধান উৎপাদনে। প্রায় পচিশ বছর আগে ভিয়েতনামের কৃষি উৎপাদন ছিল অনগ্রসর। কিন্তু এতদিনে ভিয়েতনাম বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছে প্রায় সকল ক্ষেত্রে। কৃষি প্রযুক্তি বিকাশে গত কিছু বছরে এদের সাফল্য বিস্ময়কর। কৃষি উন্নয়নে ভিয়েতনাম আজ বৈশ্বিক গুরুত্ব লাভ করেছে। সেদিক থেকে বাংলাদেশ অতোটা আগায়নি। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো শক্তিশালী ও সৃজনশীল। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারনে ভূমিকা রাখে। বর্তমানে বাংলাদেশ ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে।
প্রশ্ন ২। ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
উত্তরঃ গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তঃ
এটি আসলে ফসল উৎপাদনের একটি পরিক্ষামূলক অ কৃত্রিম পদ্ধতি। এই গ্রিন হাউস কৌশলটি ব্য্যবহুল। আমাদের দেশে এই পদ্ধতিতে ক্যাপসিকাম, স্ট্রবেরি অ টমেটো উৎপাদন করা হয়েছে। নিচে শর্তগুলো দেয়া হলো –
প্রথম শর্তঃ ফসলের পরিবেশ ও পুষ্টি সমপর্কে বিস্তারিত তথ্য জানা।
দ্বিতীয় শর্তঃ প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা।
তৃতীয় শর্তঃ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
প্রশ্ন ২। খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক- ব্যাখ্যা কর।
উত্তরঃ দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক, কারন –
- দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়, কিন্তু গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করতে হয়।
- দানাদার ইউরিয়ার ব্যবহারে অপচয় ও খরচ বেশি, অপরদিকে গুটি ইউরিয়া সার ব্যবহার সাশ্রয়ী।
- দানাদার ইউরিয়া বৃষ্টি বা সেচের পানির সাথে সহজেই ক্ষেত থেকে বেরিয়ে যেতে পারে, গুটি ইউরিয়া প্রয়োগে সার সহজে বের হতে পারেনা।
- দানাদার ইউরিয়ার ব্যবহারের তুলনায় গুটি ইউরিয়া ব্যবহার করলে ফলন ১৫-২০ ভাগ বেশি হয়ে থাকে।
Related keyphrase: অষ্টম শ্রেণীর কৃষিশিক্ষা এসাইনমেন্ট উত্তর, অষ্টম শ্রেণীর কৃষিশিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর, কৃষিশিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর, কৃষিশিক্ষা এসাইনমেন্ট ৮ম শ্রেণির উত্তর, কৃষিশিক্ষা অ্যাসাইনমেন্ট ৮ম শ্রেণির উত্তর