মানুষ চাইলে কি না করতে পারে।মানুষের কাছে কোনো কিছুই অসাধ্য নয়।মানুষ চাইলে সব কিছুই করতে পারে।সেটা যতই কঠিন হক না কেন।তাবে কেউ কেউ তার সাফল্যকে নিয়ে অহংকার করে।তাই সে অচিরেই ভেঙ্গে যায়।হক সে যতো বড় প্রভাবশালী।তাই অহংকার করা উচিত না।
মানুষ মানুষের জন্য। তাই কাউকে নিয়ে অবহেলা করা উচিত না।সবাইকে সম্মান করা উচিত। হক সে নিম্ন লেভেলের মানুষ আর হক সে উচ্চ লেভেলের মানুষ। তার পরিচয় মানুষ। তাহলে তার একটি সম্মান আছে।তাই তাকে সম্মান দেওয়া উচিত।
এক গ্রামের একটি কৃষক ছিল। আর তার খুব আশা ছিল,সে অনেক ধনী মানুষ হবে।তাই সে খুব পরিশ্রম করে।আর সে আস্তে আস্তে বিত্তবান হয়ে যায়। তবে সে গরীব ছিল। সে সেটাকে একেবারেই ভুলে গেছে।তাই সে তার বন্ধুদের কোনো দামই দেয় না।তাই সে অন্য কে মানুষ ই ভাবে না।
একদিন সে তার কর্মচারীকে কাজ করতে দেয়, কিন্তু সে একটু ভুল করে,আর কাজটি একটু ওলটা পালটা করে।কিন্তু সে কৃষক দেখে ওলট-পালট কাজ করছে সেটা দেখে,সেই কর্মচারীকে একাধারে ৫টা থাপ্পড় দিয়ে বললে,গরীবের বাচ্চা তুই কাজ পারিস না।কাজ করতে কেনও আইসত,হারামজাদা।
সেই কর্মচারী মন খারাপ করে বাসাই এসে পড়ে। আর সে কবিরাজি শিখে।আর সে সুনাম করে ফেলে খুব কম সময়ে।তাই সে আস্তে আস্তে ধনী হয়ে যায়।তাই সে কবিরাজি করায় ব্যস্ত হয়ে যায়।
একদিন সেই কৃষক অসুস্থ হয়ে যায়।আর তার রোগ ছাড়ানোর জন্য অনেক কবিরাজ দেখায় কিন্তু কোনো ভাবেই অসুস্থ ভালো হয়নি।
তাই সেই কৃষক তার কর্মচারি কবিরাজ। তার কাছে সে যায়।আর বললে যে কোনো মূল্যে আমার রোগ ভালো করে দাও।
কবিরাজ বলে আপনার রোগ ভালো হবে,তবে আপনার সকল সম্পদ সাধারণ মানুষের কাছে দিয়ে দিতে হবে।সেই কৃষক সেই অনুযায়ী সবাইকে তার সম্পদ লিখে দেয়। আর কৃষকের রোগ ভালো হয়ে যায়।আর সে গরীব হয়ে যায়।
ফলে সে আবার গরীব কৃষক হয়ে যায়।সেই কবিরাজের কাছে সে খেত কামলা দেয়।আর তারও সেই নিয়ম অনুসারে ভুল হয়ে যায়।
আর সেই কবিরাজ এসে দেখে কৃষকটি ভুল ভাবে কাজ করছে।তা দেখে কৃষক এর গালে পাঁচটি থাপ্পড় দেয়।আর তার পর কবিরাজ বললে কিছু মনে পড়ে কি।
তখন কৃষক তার অহংকারের কথা মনে করে,আর আফসোস করতে থাকে।
তাই কারো সাথে অহংকার করা উচিত না।সবাইকে সম্মানের চোখে দেখা উচিত।তাই সবাইকে সম্মান করা উচিত।যে যেখানে থাকে,তাকে সেই খান থেকেই করা উচিত। আর কাউকে ছোট চোখে উচিত না।অহংকার সব পতনের মূল।তাই অহংকার পরিহার করা উচিত।
আপনি বুদ্ধিমান না বোকা তা এখুনি জেনে নেন
বুদ্ধিমান না বোকা তা এখুনি দেখে নেন - কিছু কাজ ও বৈশিষ্ট্যের মাধ্যমে বুদ্ধিমান ব্যাক্তিদের সহজে বুকাদের থেকে আলাদা করা...