আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন।
আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি।
আমরা সবাই আধুনিক যুগ অর্থাৎ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুগ বলতে আই,সি,টি এর যুগে বসবাস করি।
আমাদের আগে জানতে হবে আই,সি,টি কি?
ICT- Information and Communication Technology.
তথ্য ও যোগা্যোগ প্রযুক্তি হলো কোন ডেটা এক স্থান থেকে অন্য কোন তথ্য প্রেরন করা হলো ict.
তথ্যর ক্ষুদ্রতম অংশ হল ডেটা। ডেটার সাথে তথ্যের সম্পরকযুক্ত।
আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে আমাদের এই পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছি।
তথ্য যদি প্রেরণ করা না হতো তাহলে আমাদের যোগা্যোগ করা সম্ভব হত না। আবার প্রযুক্তি যদি না আবিষ্কার হত তাহলে আমাদের সেই আদিম লোকেদের মত বসবাস করতে হত।
তথ্য এর সাথে প্রযুক্তির মিল অবিছেদ্য।আমরা যদি তথ্য যদি না প্রেরন করতে পারি তাহলে প্রযুক্তি দিয়ে কি হবে। তাই সবার কাছে আমাদের অনুরোধ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার অপব্যবহার না করে সঠীক ও সুন্দর ভাবে ব্যবহার করা।
আইসিটির কিছু ভালো ও খারাপ দিক নিয়ে কিছু উদাহরণ দিচ্ছি।
যেমন: মাক জুকারবাগ ফেসবুক তৈরি করেছে যোগা্যোগ করার জন্য,বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করার জন্য। কিন্তু অসাধু লোক আছে যারা অন্যদের নাম,ছবি, পরিচয় চুরি করে ফেক বা নকল আইডি খোলে। যার মাধ্যমে বিভ্রাটের সৃষ্টি হয়।
তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আই,সি,টি বা বিজ্ঞানের সঠিক ব্যবহার করবেন।
আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষন ধয্য ধরে আমাদেত সাথে থাকার জন্য।