আউটসোর্সিং টা হলো অনলাইন মার্কেটপ্লেসে মুক্তভাবে কাজ করা।আপনার মন চাইলো কাজ করলেন মন চাইলো না কাজ করলেন না।এটা একটা স্বাধীন পেশা।কিন্তু এখানে কাজ করতে হলে নির্দিষ্ট কিছু বিষয়ে আপনাকে জানতে হবে।আবার অনেকে মনে করে আমি ইংরেজি জানি না আমার দ্বারা সম্ভব না।আসলে মূল কথা হলো আপনি যদি মোটামুটি ইংলিশ জানেন এবং ক্লায়েন্ট আপনাকে কি কাজ করতে বলছে এটা বুঝতে পারলেই আপনার দ্বারা সম্ভব।তবে একটা নির্দিষ্ট একটা কাজের উপর আপনার ফোকাস থাকতে।আপনি কোন কাজটা ভালো পারেন।ডাটা এন্ট্রি,গ্রাফিক্স ডিজাইন,লোগো ডিজাইন ইত্যাদি আরও অনেক কাজ আছে।আপনি যে কাজটাই ভালো পারেন সেটাই আপনাকে বেছে নিতে হবে।তবে কাজ না শিখে আউটসোর্সিং করতে গেলে আপনি হতাশা ছাড়া আর কিছুই পাবেন না।যারা সফল ফ্রীল্যান্সার তারা কাজ শিখে আস্তে আস্তে সফলতার চূড়ায় পৌছেছে।ইউটিউবে এবং বিভিন্ন ব্লগে আউটসোর্সিং করার পদ্ধতি দেয়া আছে।সেখান থেকে দেখে দেখে আপনাকে প্রাকটিস করতে হবে।তবে সেটা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে হলে ভালো হয়।তবে এসেই যে আপনি কারি কারি টাকা আয় করতে পারবেন এটা ভুল ধারনা।এতে সময় এবং ধৈর্য্য দুটোরই দরকার আছে।তাই আপনি ঠিক করুন আপনি কি চাকরী নামের সোনার হরিণের পিছনে দৌড়াবেন নাকি ফ্রীল্যান্সিং এর মাধ্যমে নিজেকে সাবলম্বী করবে।
সবচেয়ে বিশস্ত আর্নিং সাইট ৩য় বার পেমেন্ট পেলাম। মোবাইল ও পিসি দিয়ে ইনকাম করুন নগদ এ পেমেন্ট।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার দেখা সবচেয় বিশস্ত সাইট...