আসসালামুআলাইকুম
বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।
আজকে আমার লেখা থাকবে এন্ড্রয়েড মোবাইলের একটা টিপস। আর সেটা হলো আপনার মোবাইল কীবোর্ড সম্পর্কিত।সচরাচর আমরা সাধারন কিবোর্ড ব্যবহার করে থাকি । আবার কেউ কেউ অভ্র কিবোর্ড ব্যবহার করে থাকে । আবার কেউ কেউ অন্যান্য কিবোর্ড ব্যবহার করে থাকে । আবার কেউ কেউ জিবোর্ড ব্যবহার করে থাকে। আজকে আমি এমন একটা কিবোর্ড এর কথা বলব যেটা নাকি আপনারা অনেকেই জানেন না। আপনি যদি ওই কিবোর্ডটা আপনার মোবাইলে সেট করেন তাহলে আপনার বন্ধুরা আপনার ফ্যামিলির সদস্যরা দেখেই চমকে যাবে। আর বলবে কিরে কেমন করে তুই এই কিবোর্ড টা সেট করলি। ভাবছেন খুব অবাক লাগতেছে হ্যাঁ বন্ধুরা আসলেই এই ট্রিক্স টা অনেক অবাক করার মতই। কিন্তু এই কীবোর্ডটা মনে হয় শুধু ইংলিশের জন্য ব্যবহার হতে পারে । অন্যান্য ভাষার জন্য ব্যবহার নাও হতে পারে।
তা কথা না বাড়িয়ে শুরু করি।
১. আপনি মোবাইলের ডাটা কানেকশন অন করে প্রথমে প্লে স্টোরে চলে যাবেন ।
২. তারপর একটা লেখা লিখে সার্চ দিতে হবে । লিখাটি হচ্ছে এই ঃ neon led keyboard
এই লেখাটা লিখে সার্চ দিবেন। এই লেখাটা লিখে সার্চ দিলে আপনার ডিসপ্লে তে অনেক ধরনের কিবোর্ড শো করবে।
৩.আপনার কাছে যদি অনেক ধরনের অ্যাপস ওপেন হয় তাহলে আমি যে পিকচার দিয়ে দিয়েছি ওই পিকচারের মত যে অ্যাপসটা ওই অ্যাপসটা ওপেন করবেন।
৪.তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড শেষ হলে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে । ইন্সটল করার পর এর ভিতরে ঢুকে প্রয়োজনীয় সেটিংস ঠিক করে নেবেন।আপনার যে ধরনের লেয়ার পছন্দ হয় ওই ধরনের লেয়ার সিলেক্ট করবেন এবং আরো অন্য সেটিং করে নিবেন।
৫. আপনি চাইলে আপনার সেটিংস অপশনে গিয়ে ও আপনার কিবোর্ড টা সিলেক্ট করতে পারেন। সব সেটিংস ঠিক ভাবে দেওয়ার পর দেখবেন। আপনি যখন ফেসবুকে বা মেসেঞ্জারে কাউকে মেসেজ করতে যাবেন । তখন দেখবেন আপনার কিবোর্ডটা অন্যান্য কীবোর্ড থেকে অনেক সুন্দর লাগতেছে । অনেক সুন্দর একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে।
তারপর আপনি আপনাদের ফ্রেন্ড দের দেখাতে পারবেন । যে দেখো আমার কিবোর্ড টি কত সুন্দর। তারা হয়তো আপনার কিবোর্ডটি দেখে চমকে উঠবে। আর বলবে এটা তুই কেমনে করলি। আপনি চাইলেও আপনার ফ্রেন্ড দের এই টিপসটা শেখাতে পারেন। আপনি আপনার ফ্রেন্ড দের এই টিপসটি সেখালে আপনার ফ্রেন্ডরা ভাববে আপনি অনেক জানেন অ্যান্ড্রয়েড বিষয়ে।
আশা করি বুঝতে পারছেন।
আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে।