বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে চাকরির বাজার টি একটি সোনার হরিণের মতো। সেখানে মন মত চাকরি পাওয়া যেমন কঠিন, তার চাইতে বড় ট্রাফিক টা আসে সে চাকরিতে করা। আপনি কি চাকরি করতে করতে হাঁপিয়ে উঠেছেন, আপনার কি চাকরি করতে মন চাইছে না, আপনি কি স্বাধীন কিছু করার কথা ভাবছেন। তাহলে ব্যবসা করুন। কিন্তু ভাবছেন কি ব্যবসা করবেন, বুঝি কম, টাকা কোথায় পাবেন,। এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন আপনি হয়তো এখন হচ্ছেন,। আবার ব্যবসা করলেও কি ব্যবসা করবেন সেরকম কোন ব্যবসা খুঁজে পাচ্ছেন না,।
তাহলে বলব একটু কষ্ট করে হলেও আর্টিকেলটি পড়ুন। হয়তো তেমন কোনো উপকার আপনার হবে না তবে মনের মাঝে অনেক শান্তি পাবেন,।কারণ বেকার সমস্যা এটি আমার দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং প্রধান সমস্যা এ সমস্যার প্রতিকার পাওয়াটা এত সহজ নয়। আমরা যারা বেকার তারাই বুঝি এর কি যন্ত্রনা। হয়তো আপনি লেখাপড়া করেছেন গ্রাজুয়েশন করেছেন, হয়তো অল্প কিছু লেখাপড়া করেছেন। বাড়ি থেকে চাপ দিচ্ছে, চাকরি করো চাকরি করো। আপনার মনের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে যে আমাকে না একদিন একটা কিছু করতেই হবে।
মাথার মধ্যে চাকরি নামক জিন ভূত ঢুকেছে। আপনি এর হাতের এর থেকে বের হতে চাচ্ছেন। তাহলে আপনাকে স্বাগতম। এখন প্রশ্ন হচ্ছে কি ব্যবসা করবেন? আপনি যে ব্যবসাগুলো কথা ভাবছেন তা তো অনেকেই করছে। যদি তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই ব্যবসা কেমন? তারা কিন্তু এক বাক্যে বলবে ভাই ভালো না খুব খারাপ আছি। ব্যবসা বাণিজ্য ভালো না ভাই। কিন্তু একটু চিন্তা করে দেখেন উনি কিন্তু ঠিকই ব্যবসা করছে, চাকরি করছে না।তার মানে হচ্ছে তার ব্যবসায় লস হচ্ছে না আর ব্যবসা যদি লস হত তাহলে উনি তো ব্যবসা করতেন ,করতেন না।
উনি যদি করতে পারে আপনি কেন পারবেন না,হ্যাঁ আপনি পারবেন না কেন পারবেন না জানেন কারন আপনার মাথার ভিতরে চাকরি নামের ভুত টা এখনো রয়ে গেছে।একটু চোখ কান খুলে ভাবুন দেখুন আপনার সামনে অনেক কিছু রয়েছে করার মতো ভাবার মতো। আপনি চিন্তার দৃষ্টিকোণ টা খুলে দিন। স্বাধীনভাবে ভাবতে শিখুন,যে কাজগুলো কে আপনি ছোট ভাবছেন আপনি হয়তো জানেনই না এই কাজগুলোই আপনাকে আপনার সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে। কি অবাক লাগছে কথাগুলো। বিশ্বাস হচ্ছে না।অবশ্য বিশ্বাস না হওয়ারই কথা ঐ যে বললাম মাথার ভিতরে চাকরি নামের ভূত্ত এখনো রয়ে গেছে।
আচ্ছা ভাবুন তো যারা চাকরি করে না গ্রামে থাকে তারা কি তাদের ইনকাম দিয়ে সংসার চালাচ্ছে না অবশ্যই চালাচ্ছে বরঞ্চ আরো ভালো চালাচ্ছে।তাহলে তারা কি ইনকাম করে না তারা কিভাবে চলে কিভাবে তাদের টাকা আসে এখন হয়তো ভাবছেন তারা সবাই কিসের কাজ করে। আপনি একবার হিসাব করে দেখুন ধরুন আপনি ঢাকা শহরে 20 হাজার টাকা বেতনে চাকরি করেন। এখন দেখুন সেই টাকাটা আপনার কিন্তু মাসের শেষে 1 থেকে 7 তারিখের ভিতরে পান। সেখান থেকে আপনাকে বাসা ভাড়া দিতে হয় ম্যাচে খাওয়ার টাকা দিতে হয় রিক্সা ভাড়া দিতে হয়, সঙ্গীত সকল খরচ বাদ দিয়ে আপনি চিন্তা করুন আপনার কত টাকা থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ হতে থেকে বেশি ইনকাম করে কেউ হয়তো থেকে কম ইনকাম করে।
কিন্তু ভাববার বিষয় এটা যে আপনি যে 20 হাজার টাকা ইনকাম করেন সেটা আপনি কত যোগ্যতা অর্জন করে এই টাকাটা বেতন পান আপনি ভাবুন। আপনি হয়তো বিশ্বাস করবেন না আপনি 20 হাজার টাকা বেতনের চাকরির জন্য যে জ্ঞান অর্জন করেছেন তার চাইতে অল্প পরিমাণ জ্ঞান অর্জন করে বাড়িতে বসে থেকে আপনার চেয়ে দুইগুণ বেশি টাকা ইনকাম করছে এ ধরনের লোক কিন্তু আমাদের দেশে অনেক আছে অনেক আছে অনেক আছে।
বিশ্বাস করাটাই কঠিন। ভাবুন চিন্তা করুন আপনার বাড়ির আশেপাশে আপনার কাছাকাছি কি ধরনের সুযোগ-সুবিধা আপনার আছে আপনি সেই সুযোগ এবং সুবিধা গুলো কে কাজে লাগিয়ে সেখান থেকে একটি মোটা অংকের ইনকাম আপনি করতে পারবেন। যে কোন ব্যবসা করুন। যে ভাষাটা করবেন সে সম্পর্কে একটু ধারনা নিন। একটু সময় নিন একটু চিন্তা করুন। আপনার আশেপাশের মানুষের চাহিদা চিন্তা ধারা জীবনধারা তাদের আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি বিচার করে আপনি একটু আইডিয়া নিতে পারেন। হবে বলব ধৈর্য ধরুন একটু সময় দিন অপেক্ষা করুন দেখবেন কিছুদিন পরে আপনি সফল হবেন ইনশাআল্লাহ।