আসসালামু আলাইকুম। কেমন আছেন? দেশের অবস্থা যাই হোক আমাদের ভালো থাকতেই হবে। তাই আশা করছি ভালোই আছেন। আপনারা অনেকেই আর্নিং পয়েন্ট এর নাম শুনেছেন এবং অনেকেই কাজ করছেন। আজকের এই পোস্টটিতে আপনারা যারা নতুন তারা তো উপকার পাবেনই। যারা আগে থেকে কাজ করছেন তারাও উপকৃত হবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক
যারা কাজ করেন নাইঃ
যারা কাজ করছেন তারা তো রেজিষ্ট্রেশন করেছেনই। যারা নতুন তারা নিচের লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন। আমি জানি আপনারা নতুন সাইটে রেজিষ্ট্রেশন করতে পারেন তাই আমি করে দেখালাম না। আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন তবে ঠিক আছে। যদি আপনি মোবাইলে কাজ করতে চান তবে এপ্স নামের মেনুতে ক্লিক করে আর্নিং পয়েন্ট এর এপ্স টা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
নতুন ও পুরাতন সবার জন্যঃ
রেজিষ্ট্রেশন করা তো শেষ। এবার চলুন দেখা নেওয়া যাক কিভাবে এখানে কাজ করতে হয়। এখানে কাজ করার জন্য আপনি যদি কাউকে রেফার করতে পারেন তবে তার প্রতি উইড্রোতে আপনি পেয়ে যাবেন ১৫% বোনাস। মানে যদি আপনার একজন রেফার ১০০ টাকা উইড্রো দেয় তবে আপনি ১৫ টাকা রেফার বোনাস হিসেবে পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার প্রতিটি রেফারের থেকে আনলিমিটেড আয় করতে পারবেন। এছাড়াও আপনি সেল্ফ ইনকাম করেও ভালো পরিমানে আয় করতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ্য করুন
সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন বোনাস টাস্ক। এখানে আপনি প্রতিদিন ৩/৪ বার বোনাস নিতে পারবেন। বোনাস নিতে হলে আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে।
প্রথম শর্ত হলো আপনাকে সর্ব নিম্ন ৩ ক্রেডিট আয় করতে হবে। মানে আপনি কাজের শুরুতেই বোনাস নিতে পারবেন না। আগে কিছু অন্য কাজ করে পরে বোনাস নিতে হবে।
দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি বোনাস টাস্ক এ ক্লিক করার পরে একটি নতুন পেইজ ওপেন হবে। সেখানে আপনি প্রথমে কয়েকটি এড দেখতে পাবেন এবং সবার নিচে কালেক্ট ইয়োর বোনাস লিখা দেখতে পাবেন। আপনি প্রথমে যেকোন একটি এড এ ক্লিক করে ২০ সেকেন্ডের বেশি সময় অপেক্ষা করুন। তারপরে ব্যাক এ এসে কালেক্ট ইয়োর বোনাস এ ক্লিক করুন।
এখন পর্যায়ক্রমে পরবর্তী কাজগুলোর বিস্তারিত আলোচনা করা হলোঃ
টাস্ক ১ঃ
এই টাস্কে ক্লিক করা মাত্রই আপনাকে নিচের চিত্রের মতো একটি পেইজে নিয়ে যাওয়া হবে। নিচের চিত্র টি ভালোভাবে লক্ষ্য করুন
যদিও কাজের সকল নিয়ম চিত্রটিতে দেওয়া আছে। তারপরেও আমাকে তো সবকিছু লিখতেই হবে 😀 আপনি প্রথমে যেকোন একটি ভিডিও তে ক্লিক করেন। তাহলে আপনাকে একটি নতুন পেইজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি একটি ভিডিও লিংক পাবেন এবং সেখানে কাজের নিয়ম বিস্তারিত ভাবে বাংলায় লিখা থাকবে। আপনি সেই ভিডিও লিংকে ক্লিক করবেন এবং ভিডিওটি ২ মিনিট দেখবেন। তারপরে ব্যাক এ এসে কালেক্ট ইয়োর পয়েন্ট এ ক্লিক করে আপনার পয়েন্ট বুঝে নিন ।
টাস্ক ২ঃঃ
এই টাস্কে ক্লিক করলে আপনাকে নিচের চিত্রের মতো একটি পেইজ এ নিয়ে যাওয়া হবে। অনুগ্রহ করে চিত্রটি লক্ষ্য করুন
যেকোন একটি জব এ ক্লিক করুন। ক্লিক করা মাত্রই আপনাকে নতুন একটি পেইজে প্রবেশ করানো হবে। সেখানে আপনার সামনে এডফ্লাই এর একটি এড শো করানো হবে। আপনার কাছে৷ প্রথমে একটি পার্মিশন চাওয়া হবে । আপিনি সেখানে এলাও করে দিন। তারপরে আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে। সময় শেষ হয়ে গেলে আপনার সামনে স্কিপ এড নামে একটু মেনু আসবে। সেখানে ক্লিক করে কাজ সম্পুর্ন করুন। এভাবেই আপনি এই টাস্কগুলো করতে পারবেন।
টাস্ক ৩ ও ৪ নাম্বার টাস্কগুলো এড়িয়ে চলুুন।
এছাড়া আপনি এখানে নিউজ পড়েও আয় করতে পারবেন। নিউজ পড়ার কোন লিমিট নাই। আপনি এখানে আনলিমিটেড আয় করতে পারবেন। ধন্যবাদ
লেখকঃ ধ্রুব_তারা
Good
Thanks
hmm
Thanks
good
Thanks
good
Thanks
Nice
Thanks
ok
ধন্যবাদ
Nice
Nice
Gd
Ok
অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে ইনকাম এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান http://www.hilplife.xyz
O