একটা টুথ ব্রাশ কে কতোদিন ব্যবহার করা উচিত?
একটা টুথ ব্রাশ কে কতোদিন ব্যবহার করা উচিত?
ব্রাশ বললে এখন অনেক কিছুকেই বুঝায় । তবে আমি অন্য ব্রাশের কথা বলিনি শুধুমাত্র দাঁতের ব্রাশের কথা বলছি । এটা ব্যবহারের একটা সময় সীমা আছে ।
অনেকে আছে বছরের শুরুতে একটা ব্রাশ কিনলো তারপর এটা দিয়ে চললো এক বছর পর্যন্ত অথবা যতোদিন এর মাথা টা খুলে না যায় অথবা ভেংগে যায় , এভাবেই চলতেই থাকে । এটা কি ঠিক ? না , একেবারেই ঠিক নয় , মেডিকেল এর নিয়ম অনুযায়ী একেবারেই ঠিক নয় ।
সবকিছুর একটা টাইম আছে , এক্সপায়ারি ডেট আছে । তাহলে ব্রাশের কেনো নেই ? এটার ও আছে , হয়তো আমরা জানি না । তাই এমন ভাবে ব্যবহার করি।
মেডিকেলের রিপোর্ট অনুযায়ী একটি ব্রাশের মেয়াদ ৩ মাস । ব্যবহারের পরবর্তী ৩ মাস ।একটি ব্রাশ কে ব্যবহার করতে হবে । এটা আপনার স্বাস্থ্য সম্মত ।
হয়তো অনেকে বলবেন , ব্রাশ তো নতুনই থাকে , তাহলে কেনো বাদ রাখবো? আপনি চাইলে আরো ১ মাস ব্যবহার করতে পারেন বলে আমি মনে করি । তারপর ব্রাশ টি দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন । যেমন – ঘরের আসবাবপত্র পরিষ্কার, চিরুনি পরিষ্কার করার মতো অনেক কাজ করা যাবে আর না হলে পুরাতন প্লাস্টিক হিসেবে বিক্রি করে দিতে পারেন ।
এতোদূর এসে পড়ার জন্য ধন্যবাদ ।