১.গ্লাসের উপর পাথরটি সরাসরি দেখার চেষ্টা করুন।উত্তরঃ(১) সচ্ছ পানিতে গ্লাসের উপর থেকে নিচে তাকালে প্রতবসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং উপরে মনে হয়।পাথরের সত্যিকার আয়তন থেকে অনেক বড় মনে হয়।আলো যখন এক সচ্ছ মাধ্যম থেকে অন্য সচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরুপ পরিবর্তন হয় এবং খানিকটা উপরেও মোটা দেখায়।
২.কিছুটা তীর্যকভাবে পাথরটি দেখার চেষ্টা কর।গ্লাসটিকে তীর্যকভাবে দেখলে দেখা যায় পাথরটি কাছে ও উপরে মনে হয়। আলোর প্রতিসরণ এর কারণে এরুপ ঘটে। পানি(ঘন মাধ্যম)থেকে বায়ু (হালকা মাধ্যমে)দিয়ে আমার চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও উপরে মনে হয়।
৩. গাছের যে অবধি পানি আছে তার একটি নিচ পর্যন্ত দেখার চেষ্টা কর।তিনটি ক্ষেত্রে কি ঘটেছে? কেন ঘটেছে?ব্যাখ্যা কর।নিচ থেকে দেখলেও কোন পরিবর্তন হবে না পাথর একই আকৃতির থাকবে।কারণ নিচ থেকে দেখলে প্রতিসরণ কাজ করবে না।যার জন্য পাথরটি আকৃতিও একঈ থাকবে।