সুপ্রিয় দর্শক বৃন্দ,
কেমন আছেন সবাই? বাইরে তো বৃস্টি হচ্ছে। ওহ,ভূলেই তো গেছি, এখন তো আষাঢ় মাস ঢুকে পড়েছে।আশাকরি, সবাই বৃস্টির মধুর আনন্দে মুখরিত হয়ে দিন কাটাচ্ছেন। যাক,যা বলার বলে ফেললাম। এবার আসল কথায় আসি।
আমি কি নিয়ে আসছি নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আপনাদের স্বল্প টুকু ইনকামের সুযোগ দিয়ে আপনারা বিশাল প্লাটফর্ম গড়ে তুলতে যাচ্ছেন। চলুন, কি সেটা জানার তো অবশ্যই দরকার, তাই না? আচ্ছা।
আমি আপনাদের সাথে যে সাইট সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে আউটসোর্সিং ভ্যালিড সাইট । সাইটের নাম য্যা লিংক্স ডট কম।ইহা এশীয় সাপোর্টিভ সর্টিং সাইট।কথা দেখে কাজের আংশিকটুকু বুঝতে পেরেছেন। তাই না।
আচ্ছা, চলুন, কিভাবে সাইটিতে রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করতে পারি সেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
আপনাকে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে যা যা করার দরকার হবেঃ-
শুরুতে নিচের রেজিষ্ট্রেশন লিংক টিতে ক্লিক করুন।
★ ইউজার নাম দিতে হবে।
★ ফাস্ট নেইম আর লাস্ট নেইম দিতে হবে।
★ ইমেইল আইডি বা বিকাশ একাউন্ট আছে
এরকম মুবাইল নম্বর দিতে হবে।
★ পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম করতে হবে।
★ সাবমিট বাটনে ক্লিক করে আপনার ইমেইলে অথবা মুবাইলে চেক করবেন সেখানে য্যা লিংক্স থেকে কোনো ভেরিফিকেশন কোড আসলে তা কপি করে সঠিক জায়গায় পেস্ট করে নিবেন।
★ তারপর আপনার একাউন্ট এক্টিভেট হলে ইউজার নাম বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার য্যা লিংক্স একাউন্টে লগিন করে নিবেন।
★ একাউন্টে প্রবেশ করে আপনার প্রোফাইল সেটিংস পূরন করবেন।
এইটুকু বললাম। এখনো কি শেষ হলো? নারে ভাই/বোন, এখনো আসল কাজটা বাকি আছে। এতক্ষণ যা বললাম সবটুকু তো সেটিংস নিয়ে কথা বললাম। এখন আয়ের বিষয় নিয়ে কথা বলবো।
কারন এটাই তো আমাদের জানার দরকার, তাই নয় কি? চলুন,আমাদের যেভাবে কাজ করতে হবে তা বলে দিইঃ-
★ ধরুন,আপনি প্রথম আলোর কোনো একটি নিউজ পোর্টালে গিয়ে দেখে ভালো লাগলো যে,ওটা আপনার ওয়ালে এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনি ওই নিউজ পোর্টালে গিয়ে পোর্টালের লিংক কপি করবেন।
★ তারপর আপনার য্যা লিংক্সে একাউন্টটি তে ড্যাশবোর্ডে গিয়ে URL এড্রেস বারে কপি লিংকটিকে পেস্ট করবেন।
★ নিচে প্রয়োজনে এক্সপায়ার্ড তারিখ, মাস,সাল সমুহ নির্ধারণ করে নিবেন।
★ সর্টেন অপশনে ক্লিক করে সর্টিং সম্পন্ন করবেন।
★ তখন নিচে য্যা লিংক্স লেখা দিয়ে একটি লিংক পাবেন এবং ডান পাশে কপি অপশনে কপি ক্লিক করবেন।
★ ওয়েব ব্রাউজারে গিয়ে Bitly টাইপ করে সার্চ করবেন। সার্চলিস্টে প্রথমেই বিটলির সাইটে ক্লিক করবেন।
★ ওখানে সর্টেং বারে গিয়ে য্যা লিংকটা পেস্ট করে সর্টিং করবেন। সর্টিং করার পর আরেকটা লিংক আসবে সাথে সাথে। ওটাই শেষ লিংক। ওটা কপি করে নিবেন।
★ ফেসবুক / মেসেন্জার বাদে বাকি সব জনপ্রিয় এবং ভাইরাল হওয়া সোশ্যাল সাইটগুলোতে যেমন ( লিংকডদিন,ইনস্টিগ্র্যাম,হোয়াটসঅ্যাপস,রেডিট)আপনার কপি লিংক এবং অন্যান্য লেখা আর ছবি সহ সুন্দর করে পেস্ট করে নিবেন।
একদম শেষের দিকে আপনাদের সুবিধার্থে বেশ কিছু ধারাবাহিক ছবি টাঙিয়ে রেখে দিলাম।
পেমেন্ট হিসাবঃ-
প্রতি পোস্টে ১০০০ ভিউস = ৫ ডলার
প্রতিদিন ৫ ডলারে মাসে ৩০ দিনে ১৫০ ডলার।
১ ডলার = ৮৬ টাকা ( বিকাশ)
নূন্যতম উইথড্রোয়ালঃ-
বিকাশ – ১ ডলার
পেপাল / পেটিএম – ৫ ডলার
পেওনিয়্যার / স্ক্রীল – ১০ ডলার
ব্যাংক ট্রান্সফার- ৫০ ডলার
বিঃদ্রঃ পেমেন্ট রিকুইজিশন সাকসেস হবার পর থেকে ৪ দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।
যেসকল কারনে আপনার য্যা লিংক্স একাউন্ট ব্যান হতে পারেঃ-
★ ভিপিএন,প্রক্সি,একই আইপি ব্যবহার করলে।
★ পর্ন সাইটের ইউআরএল লিংক ব্যবহার করলে।
★ লিংক সর্টেং করার সময়ে link.zalinks.com পরিবর্তে যদি go.zalinks.com ব্যবহার করলে।
★ খারাপ এবং মানুষের ক্ষতিকারক হতে পারে এরকম লিংক সর্টিং করলে।
★ এডাল্ট কন্টেন্ট, টরেন্ট, পিটিসি এবং সর্টিং করা লিংক যদি য্যা লিংক্সে সর্টিং করলে।
ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেয়ার জন্য। আশাকরি, আপনারা আমার কথায় রেখে কাজ করবেন এবং ভবিষ্যতে আপনাদের জন্য আরো সুখবর বার্তা সংগ্রহ করার জন্য আমাকে অবশ্যই আর্শীবাদ দিবেন।
সালাম রইলো।