ফ্রীল্যান্সিং বর্তমানে তরুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এবং পছন্দের পেশা।দিন দিন এই পেশার চাহিদা বেড়েই চলছে।সবাই শুধু আজকাল ফ্রীল্যান্সার হবার আশা পোষণ করে থাকে।তবেই সঠিক ধারণা নিয়ে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আমরা ফ্রীল্যান্সিং এ কাজ সম্পর্কে সকলেই কমবেশি জেনে থাকি।ফ্রীল্যান্সারদের জন্য জনপ্রিয় কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো যে গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, কন্টেন্ট রাইটিং, এসইইউ,ডাটা এন্ট্রি সহ আরো নানা ধরনের হাজার হাজার কাজ। এইসকল কাজ ছাড়াও আরও অনেক কাজ ফ্রীল্যান্সিংয়ে রয়েছে।যার মাধ্যমে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
আজ আমি কথা বলবো এমন একটি কাজ সম্পর্কে যেই কাজের মাধ্যমে আপনি অনলাইনে ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে আয় করতে পারবেন।সেই কাজটি হচ্ছে কপি, পেস্ট এবং টাইপিং। আপনি যদি ফ্রীল্যান্সিং জগতে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চোখ বন্ধ করে এই কাজটি করতে পারেন।বিশ্বাস করুন আর নাই করুন।বিগিনারদের ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে কাজ পাবার জন্য অনেক সংগ্রাম করতে হয়। সেই ক্ষেত্রে এই কাজটি হতে পারে আপনার জন্য হতে পারে সৌভাগ্যের বিষয়। কিভাবে হতে পারে সেই সম্পর্কে আমি কিছু ধারণা দিচ্ছি।আশা করি আপনাদের কাজে লাগবে।
আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো কপি, পেস্ট, টাইপিং জব নিয়ে।আজকাল আমরা অনেক বেশি নিজেদের জীবনকে যন্ত্রকেন্দ্রিক করে ফেলেছি।তার ফলে এখন প্রায় সকলের ঘরে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার। ফলে টাইপিং এর অভ্যাস যে শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করলে হবে সেই ধারণা ঠিক নয়। আপনি যদি আউটসোর্সিং সম্পর্কে ধারণা থাকে তাহলে নিশ্চয়ই জেনে থাকবেন আউটসোর্সিং এ কাজ পাবার জন্য আপআনকে বিড করতে হয়।আর সেই বিডিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে দক্ষ এবং আপনার থেকে সিনিয়র ফ্রীল্যান্সাররা কাজ পাবার সম্ভাবনা বেশি থাকে।তাই একদম বিগিনার ফ্রীল্যান্সারদের আর কাজ পাওয়া হয়ে উঠে না।সেই ক্ষেত্রে আমি বলব কপি,পেস্ট,টাইপিং হতে পারে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ।এইখানে টাকার পরিমাণ কম দেখে অনেক ফ্রীল্যান্সাররাই এই কাজ করার জন্য তেমন একটা আগ্রহ পোষণ করেন না।
ফলে এই কাজ হতে পারে আপনার জন্য সুবর্ন সুযোগ। কারণ আপনি যদি এই কাজটি সঠিক সময় অল্প কিছু টাকার বিনিময়ে বায়ারকে করে দিতে পারেন তাহলে বায়ার আপনার প্রতি আস্থা পোষণ করবে। সেইক্ষেত্রে নতুন নতুন কাজ পাবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সেই সাথে আপনার অভিজ্ঞতা যোগ হলোই।এখন আসি এই কাজটি মূলত কি? কপি,পেস্ট, টাইপিং হলো এমন কিছু কাজ যেখানে বায়ার আপনাকে বলবে ধরেন কোন বই থেকে লেখা হুবুহু কপি করে অন্য কোন জায়গায় স্থাপন করা।আবার এমনও হতে পারে বায়ার বলতে পারে কোন কোন লিখায় কোন ধরণের ক্রিয়েটিভিটি যোগ করে নিজের মতো লিখা যোগ করা।সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে।
টাইপিং স্পিড এর উপর আপনার কাজের ভাগ্য নির্ভর করে।তাই অবশ্যই অবশ্যই আপনার টাইপিং স্পিড ভালো করার চেষ্টা করবেন।তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনি কাজটি শুরু করতে পারেন এবং অনলাইনে আয় করতে পারবেন।ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
বাসায় থাকবেন
সুস্থ থাকবেন।