আপনি কি একজন ব্লগার, ইউটুউবার,ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার বা অন্য পেশার লোক হয়ে থাকেন না কেন? আপনি ভালো করেই জানেন যে ইমেজ বা ছবি কন্টেন্ট ক্রিয়েট বা গ্রাফিক্সের কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ । ভালো হাই কোয়ালিটির আপনার কন্টেণ্ট কে আরও আকর্ষণীয় করে তুলে যা টেক্সটের মাধ্যমে এতটা আকর্ষণীয় করে তোলা সম্ভব নয়।
আমারা গুগোল থেকে তো হাজার হাজার ইমেজ পায় কিন্তু সেগুলো ডাউনলোড করে যদি নিজেরা ব্যবহার করি তাহলে সেই ইমেজের যে মালিক রয়েছে সে কিন্তু আমাদের কপিরাইট ক্লেইম দিবে যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীনের মুখোমুখি হতে পারেন।
আমরা যারা অনলাইন বা অফলাইনে বিভিন্ন ধরণের কাজ করে থাকি কোন না কোন সময় ছবির প্রয়োজন হয়ে থাকে । ওয়েব ডেভেলপার, ব্লগার, ছবি এডিটর, ইউটিউব থাম্বনেইল মেকার,গ্রাফিক্স ডিজাইনার ভিডিও কন্টন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন পেশার লোকেদের ইমেজ বা ছবির দরকার হয়ে থাকে। আমরা সাধারণত কি করি?
প্রথমে আমাদের যে ছবিটি প্রয়োজন সে ছবিটির নাম গুগোলে এসে সার্চ করি এবং গুগলের পেইজে যে ছবিগুলো আছে সে ছবি গুলো সেইভ করে অথবা আমাদের ফাইলে ডাউনলোড করে রাখি। এবং পরবর্তী সময়ে আমাদের যে কাজে ছবিটি প্রয়োজন হয় সেটি ব্যবহার করি। এতে করে কি হয় আপনি যে ছবিটি গুগোল থেকে ডাউনলোড করে ব্যবহার করে থাকেন সে ছবিটির মালিক আপনাকে কপিরাইট ক্লেইম দিবে যে কারণে আপনাকে ওই ছবিটি ডিলিট করতে বাধ্য হতে হবে।
অনলাইন থেকে ইমেজ বা ছবি ডাউনলোডের জন্য অনেক ওয়েবসাইট আছে তবে তার মধ্য বেশীরভাগ ওয়েবসাইট পেইড। অর্থাৎ আগে টাকা পরিশোধ করে তারপর ছবিগুলো ডাউনলোড করতে হয়। যা একজন বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে ক্রয় করা প্রায় অসম্ভব। অনলাইনে পেইড ইমেজ ডাউনলোড ছাড়াও কিছু ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির ছবি পাওয়া যায় আর সেই সব ওয়েবসাইট কে বলা স্টক ইমেজ ডাউনলোডিং ওয়েবসাইট বলা হয়ে থাকে।
স্টক ইমেজ কি?
স্টক ইমেজ হচ্ছে অনেক ধরণের ইমেজ বা ছবির সমষ্টি যা বিভিন্ন প্রয়োজনে যে কোন কাজে ব্যবহার করা যেতে পারে। সাধারণত ব্লগ পোষ্টে, বিভিন্ন ধরণের প্রডাক্ট প্রমোশনে ,প্রডাক্ট প্যাকেজিং ,বিভিন্ন গ্রাফিক্সের কাজে এবং ডেমো ওয়েবসাইটের ইমেজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
এই স্টক ইমেজগুলো বিভিন ওয়েবসাইটে লাইসেন্সের উপর ভিত্তি করে বিক্রি করা হয়ে থাকে । এই সব ওয়েবসাইটে বিভিন্ন ফটোগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার তাদের ছবি এবং ডিজাইন সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লোকেরা এসব স্টক ইমেজ বা ডিজাইন ক্রয় করে থাকে ।
ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই পোষ্ট টি পড়ার জন্য।