Cheap price backlink from grathor: info@grathor.com

কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও সমাধান

আসসালামুআলাইকুম বন্ধুরা,
কেমন আছেন আপনারা সবাই?
অবশ্যই ভালো আছেন কারণ গ্ৰাথোরের সাথে থাকলে সবাই ভাল থাকে।

আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম।

আর তা হল কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা ও তার সাধারন সমাধান সম্পর্কে।

আশা করি আপনাদের জন্য একটু হলেও এই পোস্টটি উপকারী হবে।

চলুন শুরু করা যাক।

১. সিস্টেম চালু হচ্ছে না?
সমাধান:
✓ মেইন পাওয়ার কেবল এর সংযোগটি loose বা ঢিলা কিনা দেখতে হবে।
✓ মেইনবোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে।
✓ মেইনবোর্ডের যদি পাওয়ার না আসে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে।
✓ স্থানীয় কোন সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।

২. সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিক ভাবে হঠাৎ বন্ধ হয়ে যায় ?
সমাধান:
✓ কেসিং টি খুলতে হবে।
✓ মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে CPU তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে। কিন্তু প্রসেসর সরানো যাবে না।
✓ হয়তো দেখবেন ভেতরে বা Heat sink – এ প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত করছে।ফলে CPU ঠান্ডা হতে পারছে না।
✓ Heta sink এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করুন। এবার কেবিনেটটি বন্ধ করে কম্পিউটারটি চালু করতে হবে।
✓ সমাধান না হলে স্থানীয় কোন সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।

৩. কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর শাটডাউন হয়ে যাচ্ছে?
সমাধান:
✓ সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভাল করে দেখে নিন।
✓ লিক যুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটির ওপর থেকে খুলে আসছে এরূপ চোখে পড়ে কিনা খেয়াল করুন। এক্ষেত্রে ক্যাপাসিটরকে ভালো করে লাগিয়ে নিলেই সমস্যার সমাধান পাওয়া যাবে।
✓ খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করুন কোন IC বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। তবে সাবধান , বোর্ড টা যেন Shorted না হয়ে যায়। যদি তেমন হয় তবে মেরামতের জন্য নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়া উপায় নেই।

৪. উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়?
সমাধান:
✓ আপগ্রেড এন্টিভাইরাস চালিয়ে হার্ডডিস্কে কোন প্রকার ভাইরাস আছে কিনা চেক করে ক্লিন করে নিতে হবে ।
✓ হার্ডডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডাটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ডডিস্ক এর “C” ড্রাইভ ফরমেট করে নতুন করে উইন্ডোজ ইন্সটল করতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে গিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করানো ভালো।

৫. কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না অথবা বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না?
সমাধান:
✓ মাদারবোর্ডে সংযুক্ত CMOS ( Complementary Metal-Oxide Semiconductor) এর ব্যাটারিটি কার্যক্ষমতা হারালে এটি ঘটে। এক্ষেত্রে একটি নতুন অনুরূপ ব্যাটারি মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে।

আজ এ পর্যন্তই ।
আশা করি সকলের ভাল লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

কমেন্ট করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে।

ফলে আমরা নতুন নতুন পোস্ট লিখতে উৎসাহিত হই ।

পরবর্তীতে আরো নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

সকলে ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করবেন।

আল্লাহ হাফেজ।।

Related Posts

5 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No