হ্যা বন্ধুরা আজকে এই ট্রিকস শেয়ার করবো।যেটা করতে গিয়ে অনেক গ্রাহকই দোকানদারের প্রতারনার শিকার হয়েছে।এখন আসি মূল কথায়। বাংলাদেশের দিয়ে তো এ্যাপল আইডি বানানো যায় না।আর বানানো গেলেও সেই আইডি দিয়ে কিছু কিনতে বা ফ্রী কিছু ইনস্টলও করা যাবে না।কারন বাংলাদেশের জন্য কোন আইটিউনস স্টোর বা এ্যাপ স্টোর নাই।তাই স্টেপগুলো ফলো করে আপনাকে এ্যাপল আইডি খুলতে হবে।তবে স্টেপগুলো খুব ভালো ভাবে দেখুন।নিজে নিজে কোন কিছু বদলাতে গেলে কিন্তু কাজ হবে না।তাই প্রতিটা স্টেপ খুব সাবধানে করুন।প্রথমে আপনার আইফোনের এ্যাপস স্টোর ওপেন করে যেকোনো ফ্রী এ্যাপসের নাম সার্চ করুন।পরে ঐ এ্যাপসের ফ্রী তে টাচ করে ইনস্টল এ্যাপে টাচ করলে কয়েকটা অপশন আসবে। সেখান থেকে ক্রিয়েট এ নিউ এ্যাপল আইডি ক্লিক করুন।এখানে কানট্রি অর রিজিওন থেকে ইউনাইটেড স্টেটস থাকলে নেক্সট চেপে নিচের দিকে এগ্রি তারপর আবার এগ্রি তে চাপুন।পরে আপনার ইমেইল আইডি দিন। এরপর পাসওয়ার্ড দিন।যার মধ্যে একটা বড় হাতে এবং ছোট হাতের ইংলিশ লেটার এবং নাম্বার দিন।পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন।এরপর একেকটা সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিন এবং উত্তরগুলো একটা কাগজে লিখে রাখুন।পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তরগুলো জানতে চাইবে।এরপর আপনার জন্ম তারিখ দিন।এখান থেকে নেক্সট চাপার পরে এখানে ননে আগে থেকেই টিক দেয়া থাকবে।আর কোড এর জায়গায় কোন কিছুই লিখতে হবে না।তারপরে আমি নিচে যেগুলো লিখছি সেগুলো হুবহু লিখবেন।
Title:Mr or Mrs
First Name:আপনার নামের প্রথম অংশ
Last Name:আপনার নামের শেষের অংশ
Address:2211 Hamilton Ave
City:Hamilton
State:NJ
Zip Code:08619
Phone:201 429-3560 দিয়ে নেক্সট চাপলেই আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে।এখান থেকে ডান চাপুন।এবার আপনি যে ইমেইল আইডি দিয়ে আইডি খুলেছেন সেটা ওপেন করুন।দেখবেন আপনার ইমেইলে এ্যাপল থেকে একটা ইমেইল পাঠিয়েছে।সেই ইমেইলে ওপেন করে ভেরিফাই নাউ এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে এ্যাপল আইডি বানিয়েছেন সেই ইমেইল এড্রেস আর এ্যাপল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলেই হয়ে গেল আপনার নতুন এ্যাপল আইডি