সহজে ইউটিউব চ্যানেল এর জন্য ভিডিও ইন্ট্রো বানানোর টিপস

যারা সহজে ইউটিউব ভিডিও-র জন্য ইন্ট্রো বানাতে চান তাদের জন্য এই টিপস।
—> সর্বপ্রথম সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার এ ছোট্ট লেখা টি শুরু করছি। সুপ্রিয় গ্রাথোর পাঠক ভিউয়ার্স সহ অন্যান্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি আর সবাই যেন এই লকডাউন সময়ে নিজ নিজ বাসায় সুস্থ নিরাপদ ও করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত থাকতে পারেন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সুপ্রিয় বন্ধুরা তো আর বেশি দেরি না করে আজকের টপিকে ফিরে যাচ্ছি। টাইটেলে দেখেছেন-“যারা সহজে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ইন্ট্রো বানাতে চান তাদের জন্য এই টিপস “। হ্যাঁ মিথ্যা নয়, সত্যি দেখেছেন। আজ আমি কিভাবে মিষ্টি করে আপনার ইউটিউব ভিডিও-র জন্য ইন্ট্রো বানাতে হয়, সেটাই সহজ ভাবে উপস্থাপন করব আমার এ-ই ছোট্ট লেখার মাধ্যমে।
বন্ধুরা এ-র জন্য সর্বপ্রথমে যেটি করতে হবে তা হলো – আপনার এন্ড্রয়েড মোবাইল অন করে ইন্টারনেট ডাটা চালু করুন। তারপর আপনার পছন্দ মত একটি ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজারের সার্চ বারে লিখুন panzoid.com এবার এন্টার চাপুন। একটি উইন্ডো দেখা যাবে। সেখান থেকে যেকোন একটি ইন্ট্রো টেম্পলেট বেছে নিন। বাছাই কৃত টেম্পলেট এ মূলত কাজটি করতে হবে। টেমপ্লেটের এই ইন্টারফেসে থেকে open in clip maker- এ ক্লিক করেই আমরা ইন্ট্রো টেম্পপ্লেট পেয়ে যাব। এখন এটা প্রথমে এডিটর মুডে থাকবে। এখানে আমরা বামপাশে অনেক গুলো এডিট অপশন পাবো। আমাদের প্রয়োজনীয় এডিট গুলো এখানেই ছেড়ে নেব। এডিটর অপশনে টেক্সট অপশন থেকে আমাদের চ্যানেলের থ্যাম্বনেল অথবা চ্যানেলের নাম বা যার যেটা প্রয়োজন সেটা এডিট করে নেব। লেখা শেষ হলে ভিউয়ারএ ক্লিক করে preview দেখতে পারবো। প্রিভিউ করার জন্য চোখের মত আইকনে ক্লিক করলেই ইন্ট্রোটি অটো প্লে হবে। যদি কোনো পুনঃ এডিট করার প্রয়োজন পড়ে তাহলে এডিট করে নিতে হবে। পুনঃ এডিটিং কাজ শেষে ডাউনলোড অপশনে ক্লিক করে ইন্ট্রো টি ডাউনলোড করে নিজের মোবাইলে সেভ করে রাখতে পারেন নতুবা যেখানে প্রয়োজন হয় সেখানে শেয়ার করে রেখে দিতে পারেন ভবিষ্যতে যেকোনো ভিডিও তে ইন্ট্রো হিসেবে ব্যবহার করার জন্য। আরেক টা কথা ইন্ট্রোতে কিন্তু আপনার পছন্দ মত অডিও ভয়েস সেট করে নিতে পারবেন। এজন্য অপশন গুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। সো বন্ধুরা কেমন লাগলো লেখা টি। আশা করি একটু হলেও ভালো লেগেছে। তাই একটু ও যদি ভালো লেগে থাকে তাহলে পোস্ট টি লাইক,কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুল না হয়। যারা নতুন ইউটিউবার বা যারা এ সম্পর্কে জানেন না তাদের জন্য এই টিপস টি একটু হলেও কাজে আসবে। সো বন্ধুরা আজ তাহলে এখানেই লেখা সমাপ্ত করার আগে পরবর্তী তে নতুন কোনো টপিক নিয়ে পুনরায় আপনাদের মাঝে হাজির হবো এই প্রত্যাশা করে ইতি টানছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করোনা মুক্ত জীবন যাপন করুন। ধন্যবাদ। বন্ধুরা চলে যাবার আগে যাতে সরাসরি গুগলে না গিয়েও ইন্ট্রো বানানোর ওয়েবসাইট টিতে লগইন করতে পারেন তারজন্য নিচে ওয়েবসাইট লিংকটি দিয়ে দিলাম। এতে সকলের সুবিধা হবে আশা করছি । সবাই এখানে লিংকটি তে ক্লিক করে সাইনআপ করে সহজে ইউটিউব চ্যানেল এর জন্য ইন্ট্রো বানাতে পারবেন। লিংকটি হলোঃ-
https://panzoid.com/

ইউটিউব চ্যানেল এর ইন্ট্রো বানানোর ধাপের চিত্র
ইন্ট্রো বানানোর ধাপের চিত্র   
ইন্ট্রো বানানোর ধাপের টেমপ্লেট
টেক্সট চেঞ্জ টেমপ্লেট

Related Posts

24 Comments

মন্তব্য করুন