কিভাবে ঘরে বসে ফাইভার থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায়?

আসসালামুআলাইকুম, আসা করি সবাই অনেক ভালো আছেন।

অনলাইনে বর্তমানে ইনকাম করার অনেকগুলো খাত রয়েছে।তার মধ্যে আপনারা অনেকেই ইতিমধ্যে Fiverr (ফাইভার) থেকে অনলাইন ইনকাম করার বিষয়টি কমবেশি শুনেছেন।

অনেকেই আবার ফাইভার থেকে কিভাবে আয় করা যায় কিংবা ফাইভার কি ইত্যাদি কিছুই জানেন না।

আজকের আর্টিকেলটি পড়ে যা জানবেন

  • ফাইভার কি?
  • কিভাবে ফাইভার থেকে অনলাইনে আয় করা যায়?
  • আপনি কিভাবে কাজ করবেন?
  • কি কি কাজ আপনি ফাইভার এর মাধ্যমে করতে পারবেন?
  • ফাইভার ইনকামের প্রক্রিয়া কেমন?

ফাইভার কি?

ফাইভার (Fiverr) হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি মূলত ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকে।সহজ ভাষায় ফাইভার একটি ফ্রিলান্সিং সার্ভিস প্রদানকারী।এখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে যেকোনো মানুষের কাজ করে ইনকাম করতে পারবেন।এক্ষেত্রে আপনার যেকোনো একটি বিষয় সম্পর্কে দক্ষতা থাকলেই আপনি ভালো ইনকাম করতে পারবেন।

ফ্রিলান্সিং সার্ভিস প্রদান করে ফাইভার সেটি to আপনি জেনে গেলেন, এখন কথা হলো এই ফ্রিলান্সিং সার্ভিস কারা নাই কিংবা ফাইভার এগুলো কাকে দেই।বিভিন্ন কোম্পানির মালিক কিংবা কর্মকর্তারা তাদের এসব কাজ ফাইভারের মাধ্যমে করিয়ে থাকে।এতে আপনি ফাইভারে যোগ দিলে সে কোম্পানি আপনার প্রোফাইলের মান দেখে , আপনার সম্পর্কে খুজ নিয়ে আপনার মাধ্যমে কাজ টা করাতে পারবে।

তো মূলত এটাই হচ্ছে ফাইভার থেকে ইনকাম করার পদ্ধতি কিংবা ফাইভার ইনকাম সিস্টেম।

কিভাবে ফাইভার থেকে অনলাইনে আয় করা যায়?

আগেই বলেছি ফাইভার হচ্ছে ফ্রিলান্সিং সুবিধা প্রদান করার একটি মাধ্যম। সুতরাং এখানে আপনি ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো আছে সেগুলো করে ফাইভার থেকে আপনি ইনকাম করতে পারবেন।

বর্তমানে প্রায় অধিকাংশ লোক কিন্তু ফাইভার থেকে ভালো ইনকাম করতে পারতেছেন।

কি কি কাজ আপনি ফাইভার এর মাধ্যমে করতে পারবেন?

ফাইভার এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির কাজ করে দিতে পারেন।এক্ষেত্রে আপনার যেকোনো একটি বিষয় নিয়ে দক্ষ হয়ে সে কাজটি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

অনেক কাজ ফাইভারের মাধ্যমে করা যায়।এই নিয়ে নিচে কয়েকটি বিষয় দেওয়া হলো:

  • ওয়েব ডিজাইন
  • ভিডিও এডিটিং
  • ছবি তোলা
  • ছবি এডিটিং
  • ওয়েব ডিজাইন

মূলত এমন কাজগুলো আপনি বিভিন্ন কোম্পানির লোকেদের ফাইভার এর মাধ্যমে করে দিতে পারবেন।

ফাইভার ইনকামের প্রক্রিয়া কেমন?

আগেই বলেছি ফ্রিল্যান্সিং এর মতই এখানে কাজ করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।এক্ষেত্রে আপনার কিছু বিষয়ে একটু দক্ষতার প্রয়োজন।যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং করে ফাইভার থেকে আয় করতে চাচ্ছেন এইক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা আর দক্ষ থাকতে হবে।

টাকা ইনকাম করার প্রক্রিয়া হলো প্রথমত আপনি ফাইভারে রেজিষ্টার করে যোগ দিবেন।এরপর আপনি আপনার সম্পর্কে আপনার প্রোফাইলে কিছু লিখবেন। আপনি আপনার কাজের মাধ্যমে ক্লায়েন্ট দের খুশি রাখবেন। এক্ষেত্রে ধরুন আপনি একটি কাজ নিলেন সেটি যে সময়ের মধ্যে করে দেওয়ার কথা সে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারলে আপনি টাকা পেয়ে যাবেন।

তো এই ছিল মূলত ফাইভার থেকে কিভাবে আয় করবেন তার ধারণা। এখান থেকে ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার ভালো দক্ষতা থেকে থাকে।

ধন্যবাদ।

Related Posts

3 Comments

মন্তব্য করুন