হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছি ।
আজকে আমরা কথা বলবঃ আজকে আমি আপনাদের জন্য যে টপিকটা নিয়ে হাজির হয়েছি এই পিকটা অসাধারণ একটি টপিক । আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে মিডিয়াফায়ার / Mediafire ওয়েবসাইট থেকে যেকোন ফাইল বা ফরম্যাট খুব সহজে ডাউনলোড করবেন এবং যারা ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আমার আজকের পোস্ট । আশা করি আপনাদের ভালো লাগবে ।
জানেন কি মিডিয়াফায়ার কি ঃ মিডিয়াফায়ার হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি যেকোনো ধরনের ফাইল বা ফরম্যাট আপলোড করে এখান থেকে যে কাউকে লিঙ্ক দেয়ার মাধ্যমে আপনি কিছু উপার্জন করতে পারবেন । এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটি ভিডিও অডিও অর্থাৎ যেকোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইট ।
মিডিয়াফায়ার ওয়েবসাইটে কিভাবে error সমস্যা সমাধান করবেন : মিডিয়াফায়ার থেকে অনেক ধরনের সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে আপনি ফাইল ডাউনলোড করতে ব্যর্থ হওয়ায় সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাচ্ছেন কিন্তু আপনার ওয়েবসাইট থেকে , ওই ফাইলটি বিশেষ প্রয়োজন তো কিভাবে ডাউনলোড করবেন ? আমি আপনাকে বোঝার সুবিধার্থে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যেখানে দেখানো হয়েছে যে আসলে কেমন দেখাবে এবং তার নিচে লিখিত আকারে দেয়া হয়েছে কিভাবে সমাধান করবেন .
স্ক্রীনশট ১
মিডিয়াফায়ার এর সকল সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি সর্বশেষ ইউআরএল কবি করুন । অর্থাৎ মিডিয়াফায়ার এ ক্লিক করার পর যে মেসেজ চলে এসেছে তার উপরে যেই url রয়েছে সেটা কপি করুন । এবং কপি করা হয়ে গেলে Google এ চলে যান । chrome browser চলে যাওয়ার পর আপনাকে Google সার্চ করতে হবে । গুগল এ গিয়ে টাইপ করুন – hideip.co
গুগল ব্রাউজারে যাওয়ার পর আপনি উপরে যে লেখাটি দিয়েছি সেটি পড়ে গুগোল সার্চ করেন । সার্চ করার পর আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইট পাবেন সেটাতে প্রবেশ করুন আমি আপনাকে ওয়েবসাইটের একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ।
স্ক্রীনশট ২
তারপর ওখানে আপনি দেখতে পাবেন একটি খালি বক্স রয়েছে । সেখানে Google লেখা রয়েছে সেখানে আপনি কপি করা url টি পেস্ট করে দিন । পেস্ট করে দেওয়ার পর ওখানে Go to site লেখা রয়েছে সেখানে ক্লিক করুন ।
তারপর দেখবেন আপনাদের সামনে ডাউনলোড লিংক চলে আসবে চলে আসবে ।
এভাবে আপনি সমস্যাটির সমাধান করতে পারবেন আপনাদের কাছে কেমন লাগলো ?