যারা গ্রাফিক ডিজাইনার না তাদের মনে প্রশ্ন আসতে।লগো কি এবং তা দ্বারা কি করা হয়?এবং তা এত কঠিন কেন?আপনাদের প্রথম বলতে চাই আপনারা যেই কম্পানির পিসি বা মোবাইল ব্যবহার করছেন।সেই কম্পানির নিদিস্ট একটি চিহ্ন আছে।যা দ্বারা শুধু সেই কম্পানির অস্তিত বোঝা যায়।
সেই চিহ্ন কেই লগো বলা হয়।আর এরকম অনেক প্রতিষ্টানের জন্য অনেক লগো তৈরি করে থাকি আমরা গ্রাফিক ডিজাইনার রা।আর এই লগো আমরা ২০,০০০ থেকে ৫০,০০০ টাকায় বিক্রি করি বিদেশি মার্কেট সাইটে ।আপনারা যারা গ্রাফিক ডিজাইনার না বা গ্রাফিক ডিজাইনার কিন্তু লগো তৈরি করেন না।তারা বলতে পারেন আমি মিথ্যে বলছি ।
একটি ইউনিক লগোর দাম কত তা আপনার বিভিন্ন বড় প্রতিস্টান এর লগো সম্পকে খোজ নিলে জানতে পারবেন।এখন আরেকটি বিষয় রয়ে গেল গ্রাফিক ডিজাইনারা লগো ডিজাইন কম কেন করেন?গ্রাফিক ডিজাইন এর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লগো ডিজাইন।কারন যে লগো ডিজাইন করে তাকে গ্রাফিক ডিজাইনের সকল বিষয় ও কাজে এক্য পাট হতে হয়।
আর গ্রাফিক ডিজাইনারদের এমনেতেই প্রচন্ড ধর্য্যে শক্তি থাকে কেননা।তা না থাকলে সে গ্রাফিক ডিজাইনার হতে পারবে না।আর লগো ডিজাইনে করতে গেলে তাকে অসম্ভ ধর্য্যের পরিচয় দিতে হয়।যার কারনে গ্রাফিক ডিজাইনাররা ।অনেকেই এটা এভয়েট করে ।কারন তাকে গ্রাফিক ডিজাইন শিক্ষতে যে কস্ট করতে হয়েছে।তাকে এই লগো ডিজাইন শিক্ষতে পুনরায় তার চেয়ে বেশি কস্ট করতে হয়।যার কারনে গ্রাফিক ডিজাইনাররা।এই লগো ডিজাইন বিষটি এবয়েট করে ।
এবং অন্যান্য কাজ গুলো করতে বেশি আগ্রহ দেখায়।কাজগুলো এমন ব্রশিউট , বেনার ডিজাইন,বিজনেস কাড ইত্যাদি কাজ করতে পছন্দ করেন।তবে যারা শিক্ষতে পারেন তাদের কাজ ও টাকার অভাব হয় না।তবে এর জন্য আপনাকে অনেক কস্টের মাঝখান দিয়ে যেতে হবে।আমি এই লগো ডিজাইনে এখন প্রায় নতুন শিখার পরও ।তাহলে চিন্ত করুন যারা পুরনো লগো ডিজাইনার।তাদের আয় এবং কাজ কেমন ।আমার বড় একজন ভাই আছেন।
যিনি আমাকে লগো ডিজাই শিখিয়েছেন।তার একদিনের আয় একজন চাকরিজীবির মাসিক আয়ের চেয়ে বেশি।এখন আপনাদের মতামত আশা করছি।আপনারা চাকরির পেছনে না গুরে এই দিকে মনযোগ দিন।
অনেকে আপনারা বলতে পারেন ।আমি লেখালেখি করার সময় কিভাবে পাই? বা কেন করি?আমি একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার পাশাপাশি একজন লেখক ।তাই এই কাজ আমি ছাড়তে পারি না।লেখালেখি করা আমার শখ।তাই গ্রাফিক ডিজাইনার যেহেতু ।তাই সময় পেলে এই বিষয় নিয়ে লেখা লেখি করি।আপনাদে সকলের মতামত আশা করছি।