আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন । আশা করি সবাই ভাল আছেন।বলাহয়ে থাকে পেস বোলারদের সবচেয়ে বড় অলংকার তাদের গতি । একজন ফাস্ট বোলারের লাইন ও লেন্তের সঙ্গে সঙ্গে বোলিংয়ের বড় অস্ত্র এই গতি । ক্রিকেট ইতিহাসের পেসাররা বরাবরই আক্রমণাত্মক তাদের গতির মতো । তবে চলুন জেনে নেয়া যাক, ক্রিকেট ইতিহাসের সে 10 বোলার দের নাম এবং তাদের রেকর্ড ।
১০। শেন বন্ড , নিউজিল্যান্ড । গতি ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার । শেন বন্ড একজন চমৎকার ফাস্ট বোলার । যার ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র ইনজুরির কারণে । বিশ্বকাপে ভারতের ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার গতিতে বল করার রেকর্ডটি গড়েছিলেন তিনি । ০৯। মোহাম্মদ সামি, পাকিস্তান । গতি ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার । সামীও ছিলেন এক হারিয়ে যাওয়া প্রতিভা । এরই মাঝে 2003 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার গতির বল করেন সামি । ০৮। মিচেল জনসন, অস্ট্রেলিয়া । গতি ঘন্টায় ১৫৬.৮ কিলোমিটার । ঘন্টায় ১৫৬.৮ কিলোমিটার বেগে বোলিং করে ইংল্যান্ডের অস্বস্তির মুখে ফেলেছিলেন । ৭। ফিদেল এডওয়ার্ড, ওয়েস্ট ইন্ডিজ। গতি ঘন্টায় ১৫৬.৭ কিলোমিটার । একজন ফাস্ট বোলার হিসেবে তার উচ্চতা ছিল খুবই কম । তবে গতির দিক থেকে বিবেচনা করলে ধারাবাহিক বলা চলে । ২০০৩ সালে দক্ষিণআফ্রিকার বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচে তিনি এই রেকর্ড করেন।৬। অ্যান্ডি রবার্টস,ওয়েস্ট ইন্ডিজ। গতি ঘন্টায় ১৫৯.৫ কিলোমিটার । ১৯৯৫ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াকা স্টেডিয়ামে তিনি এ রেকর্ডটি করেন । ৫। মিচেল স্টার্ক,অস্ট্রেলিয়া । গতি ঘন্টায় ১৬০.৪ কিলোমিটার । বিশ্বের পঞ্চম দ্রুতগতির বোলার হিসেবে তার পরিচয় ঘটে। ২০১৫ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইনিংসে তিনি সেই রেকর্ড করেন। ৪। জেপরে থম্পসন, অস্ট্রেলিয়া। গতি ঘন্টায় ১৬০.৭ কিলোমিটার। তারে বলের পরিমাপ করা হয়েছিল ওয়াকা গ্রাউন্ডে। ৩। শন টেইট, অস্ট্রেলিয়া। গতি ঘন্টায় ১৬১.১ কিলোমিটার । খুব অল্প সময়ের ক্যারিয়ার ছিল অস্ট্রেলিয়ান বোলারের । ২০১১ সালে মাত্র ২৮বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি । কিন্তু যতদিন খেলেছেন গতির আপস করেননি । ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে লর্ডসে তিনি এ রেকর্ডটি গড়েন । ২। ব্রেট লী, অস্ট্রেলিয়া। গতি ঘন্টায় ১৬১.১ কিলোমিটার । ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচে তিনি ঘন্টায় ১৬১.১ গতিতে বোলিং করেন । ১। শোয়েব আক্তার, পাকিস্তান। গতি ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার ।২০০৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেন। ধন্যবাদ সবাইকে।