আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ছবি গান পত্র-পত্রিকা অথবা যেকোনো ধরনের আর্টিকেল সার্চ করার জন্য গুগোল ব্যবহার করে থাকি।গুগোল এমন একটি প্রাক্তন যার মাধ্যমে আপনি সবকিছুই এক নিমিষে হাতের মুঠোয় পেয়ে যাবেন।
তো বন্ধুরা আশা করি এই বিষয়ে বিস্তারিত বলার কিছু নেই।আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো google-এর ইমেজ সার্চ কি?
কিভাবে আমরা গুগল ইমেজ সার্চ করে ইমেজের লোকেশন খুজে বের করতে পারবো?
Google ইমেজ সার্চ কি?
আমরা যে কোন বিষয় নিয়ে জানতে বা শিখতে গুগলে শব্দ বা বাক্য লিখে সার্চ করি। কিন্তু ছবি দিয়ে গুগল সার্চ করা আমরা অনেকেই জানিনা। খুব সাধারণভাবে বলতে গেলে ছবি দিয়ে গুগলে সার্চ দেওয়াকেই গুগোল ইমেজ সার্চ বলা হয়।
ছবি দিয়ে গুগল সার্চ যেভাবে করবেন?
গুগোলে অনেক ধরনের সার্চ পদ্ধতি রয়েছে। আজকে আমরা জানবো কিভাবে গুগোলে ইমেজ সার্চ করতে হয়। আমরা গুগোলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে মরিয়া হয়ে পড়ি। আবার অনেক কিছু শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না। গুগল ইমেজ সার্চ ইমেজ দিয়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন।
আপনি যেকোন মোবাইল কিংবা পিসি ব্যবহার করে গুগলে ইমেজ সার্চ করতে পারবেন। সে ক্ষেত্রে যে কোন ব্রাউজার এ গিয়ে আপনি Google Images লিখে সার্চ করুন।
Google Images লিখে সার্চ করার পর সেই সার্চের অপশনে আপনি ক্যামেরার মত একটি আইকন দেখতে পাবেন। তারপর সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ আসবে। এবার আপনি সেখানে Upload an Image অপশন ক্লিক করুন। Upload an Image এ ক্লিক করার পর সেখানে Choose file লেখা একটি অপশন দেখতে পাবেন। তারপর সেখানে আপনি যে ছবিটি গুগলে সার্চ করতে চান সেটি আপলোড করুন।
কিছুক্ষণ পর আপনার ছবিটির পুরোপুরি তথ্য সবগুলো লিংক এসে যাবে।