হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ কিছু Seo Tools এর ব্যাবহার সম্পর্কে জানতে পারবেনএবং এসব Seo Tools ব্যাবহার করে আপনার ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। এটি হচ্ছে Seo Tools এর ২য় পার্ট তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
১.Robots Txt Generator:
অনেকে Robot Txt তৈরি করতে পারেন না তাহলে এই Robots Txt টুলটি ব্যাবহার করে আপনি গুগল সার্চ এর Bot Performance সম্পকে ধারণা পেতে পারেন।
২.XML Sitemap Genarator:
আমরা ওয়েবসাইটে মূলত Xml Sitemap ব্যাবহার করি যাতে আমাদের পোস্টগুলো গুগল এ ঠিক করে সাবমিট হয় এখন যদি আপনার নিজের তৈরি সাইটম্যাপই না থাকে তাহলে কি করে আপনি দেখবেন যে আপনার পোস্টগুলো গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট হয়েছে কিনা তার জন্য এই Xml Sitemap ব্যাবহার করতে পারেন ফলে আপনার আর কষ্ট করে সাইটম্যাপ তৈরি করতে হবে না।
৩. Backlink Checker:
এখন আসি Backlink এর ব্যাপারে আমরা অনেকে জানি না ব্যাকলিংক কী।ব্যাকলিংক হলো আপনি যেকোনে মাধ্যম থেকে ভিজিটর আনছেন যা হতে পারে ওয়েবসাইট বা সোস্যাল মিডিয়া।এখন আপনি Backlink দেখতে পাবেন কীভাবে মানে কোন ওয়েবসাইট থেকে কত ভিজিটর আসছে তা জানতে Backlink Checker টুলস টা ব্যাবহার করতে পারেন।
৪.Alexa Rank Checker:
এই টুলস ব্যাবহার করে আপনি আপনার ওয়েবসাইটের Alexa Rank জানতে পারবেন।
৫.Word Counter:
আপনি একটি পোস্ট লিখলেন এখন এই পোস্টে কতগুলো শব্দ আছে তা জানতে এই টুলস ব্যাবহার করতে পারেন।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।