আসসালামুওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘর বড় দেখায় এমন কিছু টিপস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
ঘর মানেই সবার কাছে একটি শান্তির নিড়।
তাই সকলেই ইচ্ছা থাকে এই শান্তির নিড় টাকে সুন্দর করে সাজিয়ে রাখার।কিন্তু এখনকার ফ্ল্যাট গুলো এত ছোট হয় যে আসবাবপত্র গুলোই সাজিয়ে রাখা মুশকিলহয়ে যায়। সেখানে সাজিয়ে রাখা আরো বেশি মুশকিল ব্যাপার।
তো এই ছোট ঘর গুলোকে তো আর বড় করতে পারবেন না কিন্তু আপনু চাইলেই এই ছোট ঘর গুলো কিছুটা বড় দেখাতে পারবেন।
তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
ঘর মানেই প্রথমেই যেটি আসে সেটি হলো দেওয়াল তাই দেওয়ালের রং পছন্দ করাটা খুবই জরুরি। ছোট ঘরের জন্য অবশ্যই হালকা অথচ উজ্জ্বল রং বাছাই করা টা প্রয়োজন।যেমন সাদা, অফ হোয়াইট, হালকা হলুদ, লাইট পিংক রং গুলো ছোট ঘর গুলোতে ভালোই মানায়।
এই তো গেল দেওয়াল এবার আসি ঘরের পর্দা তে,ঘরের পর্দা অবশ্যই দেওয়ালের রং এর সাথে মিলিয়ে নেবেন। দেওয়ালের যে রং তার থেকে এক কি দুই শেড গাঢ় রং বাছাই করতে হবে পর্দার জন্য।কখনোই বিপরিত রঙ এর পর্দা ব্যবহার করবেন না এতে ঘর আরো ছোট দেখাবে।
এর পর আসে ফার্নিচার যতটা সম্ভব পারবেন হালকা আর নিচু ফার্নিচার ব্যবহার করবেন।সবচেয়ে ভালো হয় ওয়ালিং সিস্টেম ফার্নিচার ব্যবহার করলে। এতে করে ঘর অনেকটা বড় দেখাবে।
এর পরে আসে আয়না। ড্রেসিং টেবিল ছাড়াও দেয়ালের সাথে এট্যাচ করা আয়না ব্যবহার করতে পারেন।
এতে করে ঘরটা দেখতেও বড় দেখাবে আবার আলোকিত ও লাগবে।আবার ঘরের দেয়ালে হরেক ফ্রেমের আয়না থাকলে ঘরের শোভাও বৃদ্ধি পাবে।
ঘরে কোনো অপ্রয়োজনীয় জিনিস একদমই রাখবেন না।ঘরের মধ্যেকার জিনিস গুলোর মধ্যে যদি কোনো একটি দেখে মনে হয় যে সেটি একবছরের বেশি সময় ধরে আপনি ব্যবহার করেননি অথচ সেটি আপনার ঘরের কিছু মূল্যবান জায়গা দখল করে রেখেছে তাহলে সময় এসে গেছে সেই জিনিসটিকে সরিয়ে ফেলার। হতে পারে সেটি আপনাদের পুরোনো কোনো ঘড়ি অথবা বারান্দার এক কোনে পড়ে থাকা একটি চেয়ার।
যদি ব্যবহার না করেন তাহলে সেটি সরিয়ে ফেলুন এতে করে ঘরের জায়গাও বাঁঁচবে আবার নতুন কিছু রাখার জায়গাও তৈরি হবে।এতে করে ঘরের সৌন্দর্য বাড়বে।
তো বন্ধুরা এই ছিল আপনাদের ছোট ঘরের জন্য আজকের কিছু টিপস।
ছোট প্রিন্টের কভার ব্যবহার করুন।ঘরের চাদর পর্দা সব গুলোতে ছোটো প্রিন্ট ব্যাবহার করলে ঘর জঞ্জাল লাগবেনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে।
মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যাবহার করুন।এগুলো যেমন যায়গা বাঁচায় আপনার ঘোর ছোট সে ঝামেলাও কমিয়ে দেয়। এর একটি উদাহরন হলো সোফা & বেড একই সাথে সোফা এবং বেড এতে করে একটি বড় খাট + ছোফার আলাদা আলাদা ঝামেলা থাকবেনা। আবার এর মধ্যে অনক যায়গাও থাকে যাতে করে আপনি টুকিটাকি অনেক কিছুই রাখতে পারবেন।
এর পর আসে ছবি বা ফ্রেম একটি দেওয়ালে খুব বেশি ছবি বা ফ্রেম রাখবেন না একটি দেওয়ালে দুই থেকে ৩ টি ছবি বা ফ্রেমই যথেষ্ট। ড্রয়িং রুমে অনেক গুলো ছোটো ছোটো ফ্রেমের বদলে লাগাতে পারেন একটি বড় ফ্রেম।
আজকের মতো এটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ বন্ধুরা।