লকডাউনের কারণে ঘর থেকে বের হতে পারছেননা। আপনার এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে ঘরে বসেই ফ্রীতে ডিজিটাল মার্কেটিং শিখুন।
এটা কোন সাধারণ কোর্স না, এটা হচ্ছে একজন ব্যক্তি বা একজন বিজনেসম্যানের জীবন পরিবর্তনকারী একটি কোর্স। এই কোর্সে প্রতিটি বিষয় Step-By-Step বলতে গেলে একদম হাতে ধরে শেখানো হয়েছে। একটি নতুন বিজনেস শুরু করা হয়েছে এবং সে বিজনেস কিভাবে সফল করা হলো সেটাও দেখানো হয়েছে এই কোর্সে।
কি কি থাকবে ডিজিটাল মার্কেটিং কোর্সে.?
১. কিভাবে টাকা ছাড়াই বিজনেস করতে হয়
২. কম সময়ে কিভাবে বেশি ইনকাম করা যায়
৩. কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়তে হয়
৪. কাস্টমারদের ডাটা কালেক্ট করে কিভাবে দুই থেকে তিনগুণ সেল বৃদ্ধি করা যায়
৫. কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানি শুরু করা যায়
৬. কিভাবে ছোট পরিসরে বিজনেস শুরু করে মাসে লাখ টাকার উপর ইনকাম করা যায়।
কাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্স.?
১. যারা একদম শুরু থেকে মার্কেটিং শিখতে চায়
২. যারা বুষ্টিং বা ভুল মার্কেটিং করে হতাশ
৩. যারা অনলাইন ক্যারিয়ার গড়তে চাচ্ছেন
৪. যাদের ই-কমার্স বিজনেস শুরু করার পরিকল্পনা রয়েছে
৫. যারা নিজের বিজনেসের মার্কেটিং নিজেই করতে চাচ্ছেন
৬. যারা ঘরে বসে অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন
৭. যাদের ছোট একটি অনলাইন বিজনেস রয়েছে কিন্তু বর্তমানে বড় পরিসরে শুরু করতে চাচ্ছেন
৮. যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানি চাচ্ছেন
৯. যারা পড়াশোনার পাশাপাশি ভালো ইনকাম করতে চায়
১০. যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না
কোর্স করার পর বা শিক্ষাকালীন অবস্থায় তাদের থেকে কি কোন সাহায্য পাবেন?
জি, অবশ্যই সাহায্য পাবেন। বাংলাদেশে একমাত্র তারাই স্টুডেন্টদের জন্য তৈরি করেছে আলাদা একটি সার্পোট টিম। স্টুডেন্টদের যে কোন সমস্যায় সর্বদা সাহায্য এবং সঠিক দিকনির্দেশনা দেয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য।
কোর্সটি সম্পন্ন করার পর আপনি “BlendDo IT” থেকে পাবেন একটি সার্টিফিকেট। যেই সার্টিফিকেট দিয়ে আপনি পোর্টফলিও হিসেবে বিভিন্ন জায়গায় জবের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সটি করার পর আশা করা যাচ্ছে, আপনি অনলাইনে কিভাবে সফল বিজনেস এবং ক্যারিয়ার গড়তে হয় তা বুঝতে পারবেন। তাই আর দেরি না করে এখনই এই কোর্সটি করে ফেলুন।
কোর্স লিংকঃ https://bit.ly/2JU2PjB
কোর্সটি করতে লাইভ ক্লাসের কোন ঝামেলা নেই।সম্পূর্ণ কোর্স ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে করানো হচ্ছে।