আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের চুল থেকে ডিমের গন্ধ দূর করার উপায়, চুলের যত্নে ডিম নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
চুলের যত্নে ডিম এর ব্যবহারের নিয়ম
চুলের সৌন্দর্য রক্ষার জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা মাথায় বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি।আমরা প্রায় অনেক কে দেখে থাকি মাথার চুলে ডিম ব্যবহার করতে। ডিম আমিষ জাতীয় পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে।
ডিম খেলে যেমন শরীরের উন্নতি সাধন হয়, শরীরে পুষ্টি যোগায় তেমনি মাথার চুলে ডিম লাগালে চুলের গোড়া মজবুত হয়, চুল ঝরে পড়া কমে , চুল দীর্ঘ ও সিল্কি হয়। ডিমের দুইটি অংশ থাকে। ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ।
এই প্রোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলে পুষ্টি যোগায়। ডিমের কুসুমে সাদা অংশের চেয়ে কম পরিমাণে প্রোটিন থাকে তবে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ডি, ই এবং বায়োটিন রয়েছে। ভিটামিন বি কমপ্লেক্স চুলের খাবার হিসেবে পরিচিত।
চুলে সরাসরি ডিম ব্যবহার না করে ডিমের সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে প্যাক ব্যবহার করে লাগালে বেশি উপকার পাওয়া যায়। যেমন-
১) একটি ডিমের সাথে দুই চা চামচ টক দই ভালোভাবে মিশিয়ে চুলে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করলে উপকার পাওয়া যায়। চুলের আগা ফাটা চুলের উজ্জ্বলতা হারায়। ডিমের সাথে টকদই মিশিয়ে ব্যবহার করলে চুলের আগা ফাটা সমস্যা দূর হয়।
২) একটি ডিমের সাথে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগালে উপকার পাওয়া যায়। মাথায় তেল ব্যবহার করে প্যাকটি লাগালে আরো বেশি উপকার পাওয়া যায়।
৩) একটি ডিমের সাথে এক চামচ মধু এবং 1 টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে চুলে লাগালে চুল অনেক মসৃণ হয় কারণ দুধের প্রোটিন চুলে পুষ্টি যোগায়।
৪) ডিমের সাথে অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগালে চুল কালো হয় এবং ঘন হয়।
৫) ডিমের সাথে এলোভেরা এবং কালোজিরার তেল লাগালে চুল পড়া বন্ধ হয়। অ্যালোভেরা অত্যন্ত প্রাকৃতিক একটি উপাদান এবং পুষ্টি গুণ সম্পন্ন, এটি চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী।
ডিম ব্যবহারে চুলের উপকারিতা
ডিমের অন্যতম একটি পুষ্টি উপাদান ভিটামিন বি কমপ্লেক্স চুলের গোড়া মজবুত করে এবং চুল ঝরে পড়া রোধ করে। এছাড়াও এটি চুলের ঘনত্ব বাড়ায় এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। ডিমের প্রোটিন চুলের বৃদ্ধির হার বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
ডিম এর কুসুম চুলের আগা ফাটা প্রতিরোধ করে,চুল ভেঙে যাওয়া রোধ করে এবং চুলের গঠন উন্নতি করে।
ডিমের সাদা অংশ চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ডিমের সাদা অংশ বেশি পরিমাণে পুষ্টি সমৃদ্ধ। তৈলাক্ত চুলের জন্য ডিমের সাদা অংশ বেশি উপকারী।
চুল থেকে ডিমের গন্ধ দূর করার উপায়
অনেক সময় চুলে ডিম ব্যবহার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলার পরও মাথা থেকে ডিমের গন্ধ পুরোপুরিভাবে দূর হয় না। ডিমের গন্ধ দূর করার জন্য কিছু উপাদান ব্যবহার করা যেতে পারে। যেমন-
১) শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলার পর পানির সাথে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগালে ডিমের গন্ধ দূর হয়ে যায় এবং মাথায় চুলকানির ভাব থাকলে সেটাও দূর হয়ে যায়।
২) চুলে টমেটোর রস লাগালে চুল থেকে ডিমের দুর্গন্ধ দূর হয়ে যায়।
৩) ডিম ব্যবহারের পর পানি দিয়ে চুল ধুয়ে দারুচিনি গুঁড়া এবং মধু মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললে চুল থেকে ডিমের গন্ধ পুরোপুরি ভাবে দূর হয়ে যায় এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
৪) ভিনেগার চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চুলে শ্যাম্পু করা শেষ হলে পানির সাথে সামান্য পরিমাণ ভিনেগার মিশিয়ে চুলে লাগালে দুর্গন্ধ দূর হয়ে যায়। পরে নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হয়।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।