আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।
আপনি যদি একজন ছাত্র কিংবা ছাত্র হয়ে থাকেন,তাহলে নিশ্চয় আপনার হাত খরচের জন্য টাকার প্রয়োজন হয়ে থাকে। হয়তোবা আপনার বাবা-মা আপনাকে আপনার হাত খরচের টাকা দিয়ে থাকে। কিন্তু অনেক সময় সে টাকা দিয়ে আপনার হাত খরচ হয় না,বাড়তি কিছু খরচ সবার থেকে থাকে, অথবা আপনি চাচ্ছেন,নিজের হাত খরচের টাকা নিজে বহন করবেন, তাহলে আপনার জন্য অবশ্যই সেরকম অনেক সুযোগ রয়েছে।
যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি শেষ স্মার্টফোনের মাধ্যমে অনলাইন থেকে নিজের হাত খরচের টাকা নিজে ইনকাম করে নিতে পারবেন। 2021 সালে ইনকামের এমন কয়েকটি উপায় নিয়ে থাকছে আজকের আর্টিকেলটা। অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা পড়বেন।
১.ব্লগিং :আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন,তাহলে পার্ট টাইম লিখালিখি করে ব্লগের মাধ্যমে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।প্রতিদিন ১ঘণ্টা সময় দিলেও মাস শেষে ব্লগ থেকে ২০০-৩০০ডলার ইনকাম হবে।তবে তার জন্য প্রথমত আপনার একটু কষ্ট অবশ্যই করতে হবে।
শুরুতে আপনি একটি ফ্রী ব্লগ সাইট খুলে সেটিতে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
২. ইউটিউব : আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন।তারজন্য অবশ্যই ভালো একটি কেটাগরী বাছাই করবেন।
এরপর সেটার উপর ভিডিও বানিয়ে আপলোড করবেন। এভাবে আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন।
৩.বিভিন্ন আর্ট ডিজাইন :আপনি যদি যেকোনো ধরনের ব্যানার কিংবা পোস্টার ডিজাইন বানাতে পারেন তাহলে আর আপনার অন্য কিছু করা লাগবে না, ফ্রিলান্সিং সাইটে গ্রাফিক্স ডিজাইন করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হয়ে থাকেন।
৪. ফটোগ্রাফি : যদি আপনি ফটোগ্রাফী সম্পর্কে ভালো জেনে থাকেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি আপনার তোলা ছবি বিভিন্ন ওয়েবসাইটে সেল করে ডলার ইনকাম করতে পারবেন।
পাশাপাশি আপনি ফেইসবুকে একটি পেজ খুলে সেখানে যেকোনো এক ধরনের ফটোগ্রাফি টপিক বেছে নিয়ে শুরু করে দিতে পারেন।
৫. ফ্রিলান্সিং: ছাত্রজীবনে অনলাইন থেকে উপার্জন করার জন্য ফ্রিল্যান্সিং ভালো উপায় হতে পারে।আপনি চাইলে ফ্রিলান্সিং সাইটে অ্যাকাউন্ট করে আপনি যে কাজে পারদর্শী সেটার উপর কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
আর এমনিতেও বর্তমানে ফ্রিল্যান্সিং বহুল আলোচিত একটি অনলাইন ইনকাম মাধ্যম।
৬. এফিলিয়েট মার্কেটিং : ছাত্রজীবনের অন্যান্য কাজের পাশাপাশি পার্ট টাইম এফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারেন।এরজন্য তেমন কিছু করার প্রয়োজন নেই।একটি ফ্রী ব্লগ খুলে সেটাতে এফিলিয়েট লিংক শেয়ার করে দিবেন।এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এতে যতজন সে লিংক থেকে গিয়ে প্রোডাক্ট ক্রয় করবে আপনি তত বেশি বোনাস পেতে থাকবেন।
৭.আর্টিকেল লিখে আয় : অনলাইনে এমন অসংখ্য ব্লগ সাইট রয়েছে যেখানে যেকোনো রাইটার আর্টিকেল লিখে আয় করতে পারে। এমন একটি সেরা ওয়েবসাইট হলো গ্রাথর, আপনি Grathor.Com ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর সেখানে আর্টিকেল লিখে প্রচুর ইনকাম করতে পারবেন।
ছাত্রজীবনে অনলাইন থেকে এই কয়েকটি উপায়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।অন্যান্য অনেক উপায় থাকলেও এই কয়েকটি উপায়ের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন সহজে।
আজকের আর্টিকেলটা ছিল এই পর্যন্ত।ভালো থাকুন, সুস্থ্য থাকুন,ধন্যবাদ সবাইকে।