★একটা মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ হলো তার জীবন।জীবনের চেয়ে বড় আর কিছুই হতে পারে না।কিন্তু আজকাল পএিকার পাতা খুললে প্রায়ই দেখা যায়,প্রেমের কারনে আত্মহত্যা করার খবর।আচ্ছা একটা বার ও কি ভেবে দেখেছেন,আপনি যার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছেন,সে কি আপনার জন্য বিন্দু পরিমান কষ্ট পাচ্ছে। বরং আপনি মারা যাবার পর সে হেসে খেলে সুন্দর ভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছে।
যে বেঁচে থাকতেই আপনাকে চাইলো না,বুঝলো না,আপনাকে এতটুকু মূল্যায়ন ও করলো না।তাহলে আপনি কি করে ভাবলেন,আপনি মারা গেলে সে আপনাকে ভালোবাসবে আপনাকে সারা জীবন মনে রাখবে।একটা কথা মনে রাখবেন জীবনটা আপনার,তার নয়।এই পৃথিবীতে কেউ কারো আপন নয়।সামান্য করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলো যে এই পৃথিবীতে আসলেই কেউ কারো আপন নয়।যেখানে সন্তান বাবা মার কাছে যায় না,ভাই তার বোনের কাছে যায় না।সেখানে আপনার ভালোবাসার মানুষ কি আপনার কাছে যাবে?তাহলে কেনো অন্য কারো জন্য নিজের সুন্দর জীবনটা শেষ করে দিচ্ছেন।একটা বার ও কি ভেবে দেখেছেন বাবা মা কত কষ্ট করে আপনাকে বড় করেছেন।নিজে না খেয়ে আপনাকে খায়িয়েছেন।আপনার সকল চাওয়া পাওয়া পুরন করেছেন,শুধু মাএ আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য।আর আপনি কি না সেই বাবা মায়ের কথা না ভেবে, অন্য মেয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছেন। যে আপনাক ভালোবাসলো না,তার জন্য জীবন দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না।
আবার অনেকেই আছেন,যাদের পরিবার তাদের ভালোবাসা মেনে নেয় না বলে,আত্মহত্যা করে।আপনি কি ভাবছেন সম্পর্ক টিকিয়ে রাখলে মা বাবা আপনাকে মেরে ফেলবে।যদি মেরে ফেলতে চায় মেরে ফেলুক না।অন্তত পক্ষে আত্মহত্যা নামক মহাপাপ থেকে তো বেঁচে গেলেন।আর কয়টা ঘটনা দেখেছেন বাবা মা তার সন্তানকে ভালোবাসার জন্য মেরে ফেলেছে।তাহলে কেনো এমন ভুল করেন।আপনি কি ভাবছেন আপনাকে ভালোবাসার জন্য আমি উদ্বুদ্ধ করছি।মোটে ও না,আমি এটাই বুঝাতে চাইছি আপনার জীবনের দাম অনেক বেশি।আজ যার জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কালকে হয়তো এই সম্পর্কটাই আপনার কাছে অভিশপ্ত মনে হবে।তাহলে কিসের আশায় এই মরনপন বাজি রাখেন।সুখী হবার হলফনামাটা যিনি নিজের কাছে রেখে দিয়েছেন,তার উপর ভরসা না করে তার দেওয়া উপহারটা যখন জুয়ার দানে হেরে নিঃশেষ করে ফেলবেন,জবার দিতে পারবেন তো প্রেমময় অসীম দয়ালুর কাছে।আপনার মৃত্যুটা কি কারো জীবন থামিয়ে দিতে পারবে শুধু আপনারটা ছাড়া।নিজের বোঝ নাকি পাগলে বুঝে,আপনি তো আর পাগল না। একটা কথা মনে রাখবেন জীবনের জন্য ভালোবাসা,ভালোবাসার জন্য জীবন না।