আস্সালামু আলাইকমি ভাই ও বোনেরা। আমার গত পোষ্টে আপনাদের কে বলেছিলাম যে আপনাদের জন্য এমন একটা ট্রিক্স নিয়ে আসব যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের বা সন্তানের মোবাইলের যাবতীয় কার্যকলাপ দেখতে পারবেন। অর্থাৎ সে সারাদিন ফোন ব্যবহার করে কি কি দেখছে, কোথায় কোথায় যাচ্ছে, বকান কোন ওবে সাইটে ঢুকছে ইত্যাদি ইত্যাদি।
এই ট্রিকটি আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। আপনি এর মাধ্যমে আপনার প্রিয়জন বা আপনার সন্তান কোন খারাপ অভ্যাসের দিকে আগাচ্ছে কিনা তা সম্পর্কে আপনি অবগত হতে পারবেন এবং আপনি সে সম্বন্ধ্যে তাকে বুঝাতে পারবেন।
এই ট্রিকটির মাধ্যমে আপনি কি কি যানতে পারবেন?
এই ট্রিকটির মাধ্যমে আপনি যা যা জানতে স্বক্ষম হবেন সেগুলো হলঃ
১. আপনার সন্তান বা প্রিয়জন সারাদিন ইন্টারনেটে কোন কোন সাইট এ ঘুরেছে।
২. আপনার প্রিয়জন বা সন্তান কি কি ডাউনলোড করেছে।
৩. আপনার সন্তান বা প্রিয়জন ইউটিউবে কি কি ভিডিও দেখেছে।
৪. আপনার সন্তান কোন কোন অ্যাপ্স এ লগ ইন করেছে।
৫. Location On করা থাকলে এটাও জানতে পারবেন যে সারাদিনে কোথায় কোথায় মোবাইল ফোনের লোকেশন অন করা হয়েছে।
এই ট্রিকটির জন্য কি কি প্রয়োজন হবে?
১. সর্বপ্রথম এই ট্রিকটির জন্য আপনার মোবাইল ডিভাইসটি প্রয়োজন হবে যে মোবাইলটির কার্যকলাপ আপনি দেখতে চাচ্ছেন।
২. যদি আপনার কাছে মোবাইল না থাকে তাহলে অবশ্যই মোবাইলে ব্যবহৃত জিমেইল এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে।
ট্রিকটি কিভাবে সম্পন্ন করবেন?
১.প্রথমত আপনি মোবাইলটির Chrome Browser এ ঢুকবেন।
২. তারপর আপনি সার্চ ইন্জিনে myactivity.google.com এই URL টি লিখে সার্চ করবেন।
৩. মোবাইল না থাকলে অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ এ Chrome Browser এ গিয়ে মোবাইল এ ব্যবহৃত জিমেইল এ লগইন করতে হবে।
৪. তারপর সার্চ ইন্জিনে myactivity.google.com এই URL টি লিখে সার্চ করতে হবে।
৫. এইখানে ঢুকলে আপনি সরাসরি লগইন কৃত মোবাইল এর সকল হিস্টরি দেখতে পাবেন।
৬. প্রবেশের পর আপনি মোবাইল হতে কোন কোন ওবে সাইটে লগ ইন করা হয়েছে সে সকল তথ্য আপনি দেখতে পাবেন। যে যে ভিডিও সার্চ করা হয়েছে এবং প্লে করা হয়েছে সকল তথ্য আপনার সামনে পপ আপ করবে। তাছাড়া কোন কোন অ্যাপ চালানো হয়েছে তাও আপনি দেখতে পাবেন।
আগের পোষ্টে টিতেই বলেছি যে Google কোম্পানি আপনার ফোনের সকল তথ্য তাদের Database এ জমা রাখে। আপনি মোবাইল এর গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল ব্যবহার করে আপনার ফোনের যেসকল তথ্য গুগল এর কাছে আছে তা সকল আপনি দেখতে পাবেন।
এটা কোন হ্যাকিং নয়। এটা সামান্য একটি উপায় যা আমাদের মাঝে অনেকেই জানি না। এই উপায়ের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে বিধায় অজকের পোষ্ট করা। আশা করি আপনারা সকল পাঠকেরাই আমার লেখা পছন্দ করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা আরো লেখার অনুপ্রেরণা পাই।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।