সোনা পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। সেই প্রাচিন কাল থেকে কখনো নারীর অলঙ্কার আবার কখনোবা আভিজাত্যের পরিচয় বহন করছে সোনা। সোনার অলঙ্কার ছাড়া কোনো নারীর রূপসজ্জা যেনো পূর্নতা পায় না।
সোনা গ্রহণের ইচ্ছা সবার থাকলে ও বিত্তবান ব্যাথিত সোনা ক্রয় সকলের নাগালের বাইরে।
প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার জন্য সোনার বিকল্প কিছু হয় না । আবার যদি বিষয়টা এমন হয় আপনি আপনার প্রিয় মানুষটির ব্যাবহৃত মোবাইল ফোনে উপহার হিসেবে সোনা পাঠালেন। একটু অবাক লাগছে তাই না! আবার আপনি এটা ভাবছেন না তো আমি বিভিন্ন সাইটে ব্যাবহৃত গোল্ড কয়েনের কথা বলছি! না আপনার অবাক হওয়ার কিছুই না আমি কোনো সোল্ড কয়েনের কথা বলছি না ।আমি আসল এবং সবচেয়ে খাটি 24 ক্যারেট সোনার কথা বলছি।
শুনতে একটু অবাক লাগলে ও আমাদের প্রতিবেশি দেশ ভারতে অনলাইন সোনা ক্রয় পদ্ধতি চালু করেছে। আপনি চাইলে সেখানে ১ টাকার সোনা ক্রয় করতে পারবেন। এবং সেই সোনা জমা হবে আপনার একাউন্টে।
ভারতে সোনা বিক্রি করার তিনটি সংস্থা রয়েছে। এমএমটিসি পিএএমপি, অগমেন্ট গোল্ডটেক এবং ডিজিটাল গোল্ড ইন্ডিয়া। এই তিন সংস্থা পেটিএম, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে-র মাধ্যমে সোনা বিক্রি করে। ইদানিং কিছু জুয়েলারি সংস্থাও এই সব প্লাটফর্ম ব্যবহার করে ডিজিটাল সোনা বিক্রি শুরু করেছে। সাধারণত বিভিন্ন স্থান ভেদে সোনার দাম কিছুটা হলে ও কম বেশি হয় কিন্তু অনলাইন সোনার ক্ষেত্রে সোনার বাজারের বর্তমান দাম দিতে হবে এবং আপনার 24 কেরেট সোনায় কোনো খাদ থাকবে না অর্থাৎ 99.9% খাঁটি।
ভারতীয় সরকার এর কোনো সরকারি স্বিকৃতি না দিলে ও সংস্থা গুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রতিনিয়ত তাদের ক্রেতা বাড়ছে। এদের কাছ থেকে আপনি চাইলে সোনা ক্রয় করতে পারেন তার জন্য আপনাকে প্রথমে তাদের ওয়েভসাইট এ আপনার যাবতীয় পরিচয় দিয়ে একটা একাউন্ট খুলতে হবে তারপর আপনার ১ টাকা দিয়ে সোনা ক্রয় শুরু করতে হবে এবং এক দিনে সর্বচ্চ 2 লক্ষ টাকার সোনা ক্রয় করতে পারবেন। আপনি যদি ধিরে ধিরে আপনার একাউন্টে অল্প অল্প সোনা জমা করতে থাকেন তবে দেখা যাবে একটা সময় পরে আপনার তিলে তিলে তিলত্তমা হয়ে যাবে।
আর এই স্বর্ণ আপনি আপনার একাউন্ট থেকে প্রিয় জনের একাউন্টে উপহার হিসেবে দিতে পারবেন এছাড়াও আপনি চাই আপনার জমা কৃত সোনা উক্ত কম্পানির নিকট বিক্রয় করতে পারবেন এবং নদত অর্থ নিতে পারবেন।
তাহলে আর দেরি কেনো এখনই শুরু করুন আপনার তিলোত্তমা গড়ার কাজ।