আসসালামুয়ালাইকুম সবাইকে।
আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের একটি শিক্ষনীয় বিষয় সম্পর্কে বলবো।
দার্শনিক প্লেটোকে তো আমরা সবাই চিনি,তাই না?
আজ আমি এই প্লেটোর বলা ৫ টি অসাধারন কিছু কথা আপনাদের বলবো।
তো চলুন শুরু করা যাক।
১. দয়া হৃদয়ে প্রশান্তি আনে:
জীবনের সবকিছুর উর্ধ্বে হলো ভালোবাসা। আমাদের প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা হয়।
বাসার গৃহকর্মী, নিরাপত্তারক্ষী , রিকশাচালকসহ অনেক মানুষ আমাদের সেবা দিয়ে চলছেন প্রতিদিন। এসব মানুষগুলোর সাথে যদি আমরা একটু সুন্দর করে কথা বলি , একটু সুন্দর আচরণ করি , তাহলে আমাদের তেমন একটা পরিশ্রম না হলেও , তাদের মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে।
২. ভাবিয়া করিও কাজ:
আমাদের সবার জীবনে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে ,যেটার কথা ভাবলে আমাদের লজ্জা হয়।
মনে হয় যে ইশ্ আবার যদি সেই সময়টাতে ফিরে যাওয়া যেতো , তাহলে কথাটা অন্যভাবে বলতাম বা কাজটি অন্যভাবে করতাম ।
এসবের কারণ হলো আমরা ভেবে কোন কাজ করি না। বুঝেশুনে কথা বলে ও কাজ করে নিজের ব্যক্তিত্ব বজায় রাখা আমাদের সবার জন্যই অসম্ভব গুরুত্বপূর্ণ একটি কাজ।
৩.শুরু করো !এখনই!
যে কোন কাজ শুরু করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এখনই। কোন কিছুর জন্য অপেক্ষা করবেন না কাজ শুরু করে দিবেন। অনেকে ভাবে,” আরেকটু দক্ষ হয়ে নিই, তারপর কাজ করব “। এই সিদ্ধান্তটি সম্পুর্ন ভুল। তাই যে অবস্থায় থাকেন না কেন, কাজ শুরু করে দিন। শুরু করলে ফলাফল আসবেই! বিজয় হবেই !
৪. প্রতিদিন একটি ভালো কাজ করো:
আমাদের সবার ভিতর ‘Mirror Neuron’ নামের একটি জিনিস আছে ,যার ফলে কেউ যদি আমাদের সাথে ভালো আচরণ করে, আমাদের মন খুব ভালো হয়ে যায়। আবার কেউ যদি আমাদের সাথে ঝগড়াটে আচরণ করে ,তাহলে আমাদের মেজাজটাও খুব খারাপ হয়ে যায় । ঠিক সেরকম আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে সেটির প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। মনে রাখবেন, “Hope is a good thing,and no good thing ever dies”
৫. ভিতরের বারূদটিকে জ্বালিয়ে তোলো:
আমাদের সবার ভিতর একটা বারূদ আছে ।অনেকেই এই বারূদটিকে খুঁজে বের করে জ্বালিয়ে তোলে, তখন ঘটে যায় এক অসাধারণ ঘটনা। কিন্তু বেশিরভাগ মানুষই তার নিজের ভেতর লুকিয়ে থাকা বারূদটিকে খুঁজে বের করতে পারেনা। পরিবার ও সমাজের চোখ রাঙানোর ফলে তারা তাদের ভিতরের বারূদটিকে খুঁজে পেলেও তা জ্বালিয়ে তুলতে পারে না।
একবার ভেবে দেখেন, একটি মাত্র জীবন, ভুল পেশায় মাথাকুটে মরে কাটিয়ে দেওয়ার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তী পোস্টে আরো কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।