প্রিয় নবম -দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা নবম-দশম শ্রেণি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছো। তাই তোমাদের একটি রসায়ন বই অবশ্যই আছে। তাই তোমাদের অনেক সময় এই রসায়ন বইয়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে হিমশিম খেতে হয়। আজকে আমি এই পোস্টটিতে রসায়ন তৃতীয় অধ্যায় (পদার্থের গঠন )এর সৃজনশীল প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব।
এখানে অধ্যায়টির সৃজনশীল প্রশ্নের চারটি স্তরকে পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করে জ্ঞান, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার সাজেশন হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর আলোকে গতানুগতিক ধারার প্রশ্ন সমূহ (সুপার টিপস ফরম্যাটে) দেওয়া হল।
জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন:-
পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন গুলো সরাসরি কমন পাওয়া যায়। তাই এখানে দেওয়া হয়েছে অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্নের অনুশীলন তোমাকে পরীক্ষায় 100% কমন পেতে সহায়তা করবে।
◆ পরমাণু কাকে বলে?
◆ অনু কাকে বলে?
◆ পারমাণবিক সংখ্যা কাকে বলে?
◆ প্রতীক কাকে বলে?
◆ অরবিট কী?
◆ ভরসংখ্যা কাকে বলে?
◆ বর্ণালী কী?
◆ নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
◆ ইলেকট্রন বিন্যাস কী?
◆ শক্তিস্তর কী?
◆ আইসোবার কাকে বলে?
◆ আইসোটোপ কাকে বলে?
◆ তেজস্ক্রিয় আইসোটোপ কী?
◆ শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র লেখ?
◆ ক্যান্সার কোষ কলাকে ধ্বংস করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন :-
◆ অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ?
◆ কার্বনের দুটি আইসোটোপ আছে -ব্যাখ্যা করো?
◆ অনেক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পূর্ণসংখ্যা না হয়ে ভগ্নাংশ হয় কেন?
◆ আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝ?
◆ ক্যালসিয়ামের পারমাণবিক ভর -40 বলতে কি বুঝ?
◆ আপেক্ষিক পারমাণবিক ভরের একক হয় না কেন?
◆ পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
◆ K এর 19 তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন?
◆ X ও Y দুটি পরমানু যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 29 ও 30 এবং ভরসংখ্যা 64 ও 64। পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন -ব্যাখ্যা কর।
◆ চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার লেখ।
◆ আইসোটোন বলতে কী বোঝো?
◆ টেকনেশিয়ান – 99 দ্বারা কিভাবে রোগ নির্ণয় করা হয়?
প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন :-
◆ রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো?
◆ বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ উল্লেখ করো?
◆ চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারিক গুরুত্ব ব্যাখ্যা করো?
◆ কার্বন 12 স্কেলের সাহায্যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো?
◆ K এর ১৯ তম ইলেকট্রনট্রি 3d না গিয়ে 4s এ যায় কেন?
◆ আপেক্ষিক পারমাণবিক ভর পরমাণুর প্রকৃত ভর নয় -উক্তিটি ব্যাখ্যা করো?
উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন :-
◆ Cr(24)- ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কেন?
◆ Cu(29)- ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কেন?
◆ K এর ১৯ তম ইলেকট্রনট্রি 3d না গিয়ে 4s এ যায় কেন?
◆ রাদারফোর্ড মডেল এর সাথে বোর মডেলের পার্থক্য লিখ?
◆ রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ বিশ্লেষণ করো?
◆ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বিশ্লেষণ করো?
◆ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়েছে কি? বিশ্লেষণ করো।
◆ Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস অভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয় -বিশ্লেষণ করো।
◆তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার একদিকে আশীর্বাদ অপরদিকে অভিশাপ -উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো।
তো পাঠক বৃন্দ প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য দেওয়া এই প্রশ্নগুলোর উত্তর শিখে রাখলে এ অধ্যায়ে থেকে সব ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে পোস্টি এখান থেকে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।