আসসালামুআলাইকুম, কি খবর আপনাদের, কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালোই আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে আবারও হাজির হলাম। এই পৃথিবীতে আমরা কেও সবসময়ের জন্য আসিনা। সময় শেষ হলে আমাদের সকলের পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। কিন্তু এই সামান্য সময়ের জন্য পৃথিবীতে এসে আমরা কত ভুল এইনা করছি। যার মধ্যে একটি ভুল হচ্ছে অহংকার। নিজেকে বড় মনে করা উক্তি, উপদেশমূলক কিছু কথা, ক্যাপশন, ডাইলগ –
নিশ্চই জানেন অহংকার কি। কথায় আছে ‘অহংকার পতনের মূল ‘ অবশ্যই এই কথাটির যথার্থতা রয়েছে। যার মধ্যে অহংকারী মনোভাব একবার ঢুকে যায় সে ব্যক্তি জীবনে আর ঘুরে দাঁড়াতে পারেনা। একজন মানুষকে ধংসের দিকে নিয়ে যায় এই অহংকার। আর তাই নিজেকে কখনোই বড় মনে করবেন না। কারণ আপনার সাথে আজ যা যা আছে সেগুলোকে মৃত্যুর সময় আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। কাজেই কিসের এত অহংকার? নিজেকে বড় মনে করে কেও কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। আজকের আর্টিকেল তে আপনার জন্য উপদেশমূলক কিছু কথা থাকছে। এগুলো জানা থাকলে আপনারাও অন্যকে এগুলোর বিষয়ে জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই।
নিজেকে বড় মনে করা নিয়ে উপদেশমূলক কিছু উক্তিঃ
- ১. নিজেকে বড় মনে করে কোনোদিন বড় হওয়া যায়না। আপনি তখনই একজন বড় মনের মানুষ হতে পারবেন যখন মানুষ আপনাকে সে সীকৃতি দিবে।
- ২. অহংকার করার আগে চিন্তা করুন যে কে আপনি? আপনি এই পৃথিবীতে আসার সময় আপনার কি ছিল? মৃত্যুর সময় আপনি আপনার সাথে করে কি নিয়ে যেতে পারবেন? যখন আপনি এই প্রশ্নের উত্তর পাবেন তখন আপনার সব অহংকার ভেঙে যাবে।
- ৩. যখন থেকে আপনার মনের মধ্যে নিজেকে বড় মনে করার ভ্রম আসবে, তখন থেকেই আপনার সফলতার ইতি ঘটতে শুরু হবে।
- ৪. ভালো জলের মধ্যে একটি ময়লা পড়লে যেমন সে পানিগুলো দূষিত হয়। তেমনি আমাদের মধ্যে অহংকার এর আগমন হলে এটি আমাদের মধ্যেকার ভালো মানুষকে দূষিত করে ক্রমশ।
- ৫. অহংকার একজন মানুষকে সবসময় বিপর্যয়ের দিকে নিয়ে যায়। সুতরাং আপনি যদি ভাবেন এটি তেমন কিছুই নয়, আপনি বড় ভুল করছেন।
- ৬. নিজের মধ্যে থাকা বুদ্ধি, চতুরতাকে অহংকার হিসেবে ভেবে ভুল করবেন না। তাহলে বিপর্যয় নিশ্চিত হবে আপনার।
- ৭. নিজের মধ্যে থাকা গুন অহংকারের জন্য নয়। আপনার গুন কে বিকশিত করতে অহংকার করা থেকে বিরত থাকুন।
- ৮. যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি সমাজের চোখে কখনোই ভালো হতে পারে না।
- ৯. অহংকার যত বড় হতে থাকে ততটাই ছোট সে একজন মানুষকে করতে থাকে।
- ১০. অহংকার মুক্ত ব্যক্তি সবসময় পুরস্কৃত হয়।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য অহংকার নিয়ে কিছু উপদেশমূলক কথা। এগুলো মেনে চললে , আপনার ভালো ছাড়া খারাপ হবেনা। নিজে অহংকার মুক্ত থাকুন, এবং অন্যকে অহংকার মুক্ত রাখুন।