প্রিয় বন্ধুরা
আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা গত একমাসে বিভিন্ন সাইট থেকে কত টাকার কাজ করে মার খেয়েছেন?
পি টি সি সাইট গুলো পেমেন্ট করে না এমন না করে কিন্ত বেশির ভাগই অল্প কিছুদিন পেমেন্ট করে বন্ধ করে দেয়। তবে আজকে আমি এমন একটি কাজ শেয়ার করব যেটা শিখে আপনি পার্মানেন্ট ভাবে আয় করতে পারবেন। এবং ধীরে ধীরে আপনার আয় বাড়তে থাকবে।
আমার শেয়ার করা কাজটি হল ফেইসবুক মাকেটিংঃ
ফেইসবুক ব্যবহার করে এমন মানুষ পাওয়া ভার। তাই বিশ্বের বড় বড় কোম্পানী গুলো তাদের প্রচারের জন্য ফেইসবুক কেই উন্নত মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে। বিভিন্ন কোম্পানীর পণ্য বা সার্ভিস এর প্রচার আপনার মাধ্যমে করিয়ে নিয়ে আপনাকে একটা পারিশ্রমিক দিবে। আপনাকে সেই কোম্পানী গুলো তাদের পণ্যের ছবি বা লিংক দিবে । সেই কোম্পানি গুলোর লিংক বা ছবি আপনাকে বিভিন্ন ফেইসবুক গ্রপে পোস্ট করতে হবে। সাধারন ভাবে আপনার ফেইসবুক প্রোফাইলে যেভাবে পোস্ট করেন।
প্রতি পোস্টের জন্য কত টাকা দিবে?
৫০ টা গুপে পোস্ট করার জন্য আপনাকে বায়ার ১০ ডলার থেকে ২০ ডলার দিবে।
১ ডলার=৮২ টাকা
কাজ গুলো কোথায় পাবো?
কাজ গুলো আপনি বহুল পরিচিত সাইট freelancer.com—fiverr—upwork এ পাবেন
কাজ গুলো কিভাবে পাবেন এবং তার জন্য কি করতে হবে সে বিষয়ে আমি খুব দ্রুত একটি আটিকেল লিখব
কাজ গুলো কিভাবে বায়ারকে পাঠাবো?
আপনি যে গ্রপে পোস্ট করেছেন সেই গ্রপের করা পোস্টের লিংক, স্কিনশট এবং গ্রপের নাম একটি word pad লিখে সুন্দর করে সাজিয়ে word pad ফাইলটা বায়ার কে পাঠাবেন। এছাড়া কোন সমস্যা হলে আমাকে কমেন্ট এ বলতে পারেন আমি সমাধানের চেষ্টা করব।
তাছাড়া বিশ্বস্ত পি টি সি সাইটে কাজ করতে চাইলে এই দুইটা সাইটে কাজ করতে পারেনঃ
THANK YOU