★আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষটা পারফেক্ট হোক।কিন্তু আমরা কি এটা জানি পারফেক্ট মানে কি??
পারফেক্ট মানে হচ্ছে “পূর্নতা”।আর যে মানুষ পারফেক্ট তার মানে তার সবকিছুতেই পূর্নতা আছে।পৃথিবীতে কোনো মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না,যে আমার সবকিছুতেই পূর্নতা আছে।সবারই কিছু না কিছু ঘাটতি আছে।
আপনি যদি পারফেক্ট কাউকে খুজেন, তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো।যে পারফেক্ট, মানে যার সবকিছু আছে, সে কখনো আপনার কাছে আসবে না।কারন তার সবকিছুই তো আছে সে কেনো আপনার কাছে আসবে?আপনি যদি বলেন আপনার প্রিয় মানুষটার আচার আচরন আপনার সাথে কিছুই মিলছে না।তাহলে আমি বলবো আচার আচরন, আর মানানসই দেখে কখনো ভালোবাসা হয় না।ভালোবাসা হলো এমন একটা জিনিস যেখানো হাজারো হাজারো ঝগড়া বিবাদ আর খুনসুটি থাকবে।যেই ভালোবাসায় খুনসুটি ঝগড়া বিবাদ থাকবে না সেটা কখনো ভালোবাসা হতে পারে না।
কম বেশি প্রায় সবারই অতীত আছে।তার মানে এই না যে আপনার প্রিয় মানুষটার অতীতের কথা শুনে তাকে ছেড়ে চলে যাবেন।যদি তাকে ছেড়ে চলেই যান তাহলে তাকে আপনি কেমন ভালোবাসলেন।ভালোবাসার মানুষকে সবসময় ভালো রাখার দায়িত্ব নেওয়ার অর্থই হলো ভালোবাসা।ভালোবাসার মানুষকে সবসময় সম্মান দিতে হয়।যে ভালোবাসায় সম্মান নেই সেই ভালোবাসা বেশি দিন টিকে না।ভালোবাসা টিকিয়ে রাখতে হলে ভালোবাসার মানুষকে সম্মান দিতে হবে।তার ভালোবাসাকে সম্মান করতে হবে।কেউ কারো জন্য কখনোই পারফেক্ট হয়ে বসে থাকে না,তাকে নিজের মতো করে পারফেক্ট করে সাজিয়ে নিতে হয়।ভালো মন্দ এই দুইটা দিক নিয়েই একটা মানুষ গঠিত।তার তোমার প্রিয় মানুষের খারাপ দিক থাকতেই পারে।তাই বলে তুমি তাকে ছেড়ে চলে যাবে নাকি।বরং তার ভুল গুলোকে শুধরে নিতে হবে।তার সকল চাওয়া পাওয়া গুলোর মূলায়ন করতে হবে।হাজারো ঝগড়া বিবাদ হলে ও কেউ কখনো আলাদা হবে না।জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরকে আগলে রাখতে হবেই।তবেই একটা ভালোবাসা সার্থক হয়।
যদি তোমার প্রিয় মানুষটা তোমার অভিমানের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা বুঝতে পারে না,তোমার কষ্ট গুলোকে বুঝতে না পারে, তোমার চাওয়া পাওয়া গুলো মূল্যায়ন না করে,সেখানে তুমি তার মানানসই দিয়ে কি করবে।
আগে তো নিজের সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুজো,তারপর না হয় মানানসই খুজো।কি হবে জীবনে পারফেক্ট মানুষ খুজে,যদি সেখানে ভালোবাসাই না থাকে।যদি এতো বছর একসাথে কাটানোর পর ও নিজেদের একটা গল্প না থাকে।