প্রতি মাসে ৫০ হাজার টাকা। ওয়েবসাইট ইনকাম এডসেন্স ছাড়া।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের অনেকের স্বপ্ন আছে লেখালেখি করা। আমরা অনেকেই চাই লেখালেখি করি নিজের ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু একটা সময় আমরা তা পারি না।আমরা অনেক কষ্ট করে দীর্ঘদিন লেখালেখি করার পর গুগল এডসেন্স পাইনা এরজন্য মাঝপথে আমাদের লেখালেখি করার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। কিন্তু আমি আজকে আপনাদেরকে সিক্রেট একটা টিপস বলব। এর মাধ্যমে আপনি আপনার লেখালেখি কেরিয়ারটা চালিয়ে নিতে পারবেন। এবং লেখালেখি করে নিজের লাইফকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

আপনারা অনেকেই হয়তো জানেন না google-adsense আরো অনেক এড নেটওয়ার্ক আছে। এমনকি আমাদের বাংলাদেশে একাধিক এড নেটওয়ার্ক রয়েছে। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের সেরা একটি অ্যাড নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দেবো। যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজেশন করে ভালো ইনকাম করতে পারবেন। এর ফলে আপনাকে এডসেন্স এর উপর নির্ভর করতে হবে না। এবং আপনি আপনার লেখালেখি করার ক্যারিয়ারকে চালিয়ে নিতে পারবেন।

আজকে আমি আপনাদের সামনে জিয়ার নেটওয়ার্কের পরিচয় করিয়ে দেবো তার নাম হচ্ছে green and red। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেরা এড নেটওয়ার্ক। বাংলাদেশের অনেক বড় বড় ওয়েব সাইট এই সাইট থেকে ইনকাম করে। এর ফলে অনেকে এডসেন্স এর উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কয়েকটি পোস্ট করে এবং সেটাকে মনিটাইজেশন করতে পারেন গ্রিন এন্ড রেড এর  মাধ্যমে।

সাইট লিংকঃ- https://adnetwork.green-red.com/

প্রথমে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন বা আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনি খুব সহজে ঝামেলা ছাড়া আপনার জিমেইল দিয়ে একাউন্ট করতে পারবে। আপনার ইনফরমেশন দিলে দিয়ে সাবমিট করলে আপনার জিমেইল একটা মেসেজ আসবে সেখানে একটা লিংক আসবে সেখান থেকে আপনি আপনার ইমেইল আইডিটা কনফার্ম করবেন। যেকোনো প্রয়োজনে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানেও আপনি অ্যাড ক্লিক অ্যাড ভিউ সবকিছুর জন্য টাকা পাবেন। এখানে আপনি মাত্র 500 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন এবং বিকাশে পেমেন্ট দিতে পারবেন। আপনি কিন্তু এই সুযোগগুলো গুগল এডসেন্স থেকে পাবেন না। সেখানে আপনাকে ব্যাংক একাউন্টে পেমেন্ট নিতে হবে এবং 8000 টাকা হলে পেমেন্ট নিতে হবে।

একাউন্ট হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইট টাকে গ্রিন অ্যান্ড রেড এ যোগ করবেন। অবশ্যই চেষ্টা করবেন 15 থেকে 20 টা কনটেন্ট লেখার পর এড করার জন্য। এখানে আপনার একটা বড় সুযোগ আছে আপনি এই সাইটের সাথে সাথে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন। আপনার ওয়েবসাইটে এড করার পর তারা এটা চেক করে এপ্রুব করবে।একটু বলে আপনি এখান থেকে তৈরি করে ইমেইল ফাইল টা আপনার ওয়েবসাইটে গিয়ে পেস্ট করলেই হয়ে যাবে।

আপনি সাইটটা ভিজিট করলেই খুব সহজেই সবকিছু বুঝতে পারবেন। তো আশা করি যাদের ব্লগিং ক্যারিয়ার মাঝপথে শেষ হয়ে যেত তারা হয়তো ব্লগিং চালিয়ে যেতে পারবেন। পুষ্টি কেমন হলো কমেন্টে জানাবেন ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ

Related Posts

2 Comments

মন্তব্য করুন