আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি ফেলে আসা স্মৃতি নিয়ে কবিতা, মজার স্মৃতি যা কখনো ভুলবার নয় (ফেলে আসা মজার স্মৃতি যা কখনো ভুলবার নয়)। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
ফেলে আসা মজার স্মৃতি যা কখনো ভুলবার নয়
স্মৃতি সবসময়ই অনেক মনোমুগ্ধকর হয়। মন খারাপের সময় স্মৃতির পাতা হাতড়েই অনেক সময় পার করা যায় এবং মজার স্মৃতিগুলো মনে করে মন ভালো হয়ে যায়। ছোটোবেলা থেকেই আমরা বিভিন্ন সময় অনেক আনন্দদায়ক টাইম কাটাই, যেগুলো আমাদের স্মৃতি হিসেবে জমা থাকে।
যেমন ছোটোবেলায় বাবা-মার সাথে পার্কে বা কোথাও ঘুরতে গেছি, সেখানে খেলাধুলা করেছি, ছোটোবেলার ছবি তুলে রাখা আছে, বড় হয়ে গেলে ওটাই একটা ছোটোবেলার মজার স্মৃতি। একটু বড় হওয়ার পর স্কুলে ভর্তি হলাম, ১ম দিন স্কুলে যাওয়া সবার কাছেই স্মৃতি হয়ে আছে।
প্রত্যেকটা মানুষের জীবনেই স্মৃতি জমা আছে। কিছু খারাপ স্মৃতি, কিছু ভালো স্মৃতি, খারাপ স্মৃতিগুলো মানুষ ভুলে যেতে চায়। ভালো স্মৃতিগুলো খারাপ সময়ে মেডিসিন এর কাজ করে, মন ভালো করে দেয়। বাকি সবার মতো আমার লাইফেও অনেক অনেক মজার স্মৃতি রয়েছে, এর মধ্যে একটি হলো এসএসসি পাশের পর শিক্ষাসফর।
আমাদের স্কুল থেকে ক্লাস টেনে প্রতিবছরই শিক্ষাসফরে নিয়ে যাওয়া হয়। আমাদের শিক্ষাসফরটি ছিলো ধামরাই বিশাল একটা বাগানবাড়িতে। মজার ব্যাপার হচ্ছে ছোটোবেলায় বিভিন্ন স্কুল কলেজে দেখতাম শিক্ষাসফরে সবাই সেজেগুজে যেতো, কিন্তু আমাদের স্কুলের কড়া নিয়ম ছিলো স্কুল ড্রেস এবং দুই ঝুটি, দুই বেণী ছাড়া কাউকে নিয়ে যাওয়া হবে না।
বাধ্য হয়ে আমরাও স্কুল ড্রেস পরে দুই ঝুটি, দুই বেণী করে গেছিলাম। সে এক অন্যরকম মজা। স্কুল থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো সকাল ৭ টায়। সেখানে পৌছাতে পৌছাতে বেলা ৯ টা বেজে গিয়েছিলো, সেখানে ট্রলারে নদী পার হয়েছিলাম, নদী পার হওয়াটা ছিলো অবিরল আনন্দ।
সকালের মৃদু বাতাস, মিস্টি রোদ এবং পছন্দের মানুষগুলোর সাথে নদীর পানিতে ভেসে বেড়ানোটা সত্যিই অনেক আনন্দদায়ক ছিলো । এমন সুন্দর স্মৃতি আর কখনো পাওয়া যাবে না কারণ পছন্দের মানুষগুলো সবাই সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
সেটা এখন শুধুই মনের গহীনে স্মৃতি হয়েই থাকবে এবং আছে। তারপর সেখানে পৌছে আমরা সারাটাদিন ঘুরে বেড়িয়েছি, কতো যে সুন্দর সুন্দর ফুলের সাথে ছবি তুলেছিলাম সে হিসেব নেই। সেদিনটার জন্য আমরা বাচ্চা হয়ে গেছিলাম।
তারপর ফেরার পথে সারাটা পথ বাসে আমরা প্রচণ্ড মজা করেছিলাম।
যথাসময়ে আমরা স্কুলে ফিরে আসলাম এবং সবাই যার যার অভিভাবকের সাথে বাসায় চলে গেলাম বাট দিনটি ছিলো সত্যিই অনেক অনেক স্মৃতিময়। এখনো সেই স্মৃতি মনে পড়লে মনটা আনন্দে নেচে ওঠে। এরকম আরো অসংখ্য স্মৃতি আমরা আমাদের জীবনের বিভিন্ন ধাপে পেয়ে থাকি যা কখনো ভুলবার নয়।
ফেলে আসা স্মৃতি নিয়ে কবিতা
প্রতিটা দিনই একেক মানুষের কাছে একেক রকম স্মৃতি। সময় চলে যায় কিন্তু ফেলে আসা দিনগুলো স্মৃতি হয়েই জমা থাকে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।