আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি কি জানেন অনলাইনে ফেসবুকের কাজ করে প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়? আমি হয়তো জানি বেশিরভাগ লোকই ভাবছেন যে ফেসবুকের আবার কি কাজ? ফেসবুকের চেয়ে এমন একটা মাধ্যম যেটা সবার জন্য উন্মুক্ত এখান থেকে সবাই অনেক টাকা ইনকাম করতে পারবে। আপনি যদি আজকের পোস্ট টা মনোযোগ দিয়ে পড়েন তাহলে ফেসবুকে কাজ করে ইনকাম করার সহজ একটা মাধ্যম পেয়ে যাবেন।
ফেসবুক বিজনেস পেজ
প্রথমে আমি আলোচনা করব ফেসবুক বিজনেস পেজ নিয়ে। আপনি যদি ফাইবার আপওয়ার্ক কিংবা ফ্রীলান্সারে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করে তাহলে তার অনেক কাজ পেয়ে যাবেন।এখানে যদি আপনি তাদের প্রোফাইল গুলো চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন তার একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য 50 ডলার পর্যন্ত নিয়ে থাকে। কাদের কাজ শুধু এতোটুকুই ক্লায়েন্টের হয়ে একটা ফেসবুক পেজ তৈরি করা।
এখন আসি আপনাকে এই কাজটি করার জন্য কি কি করতে হবে। প্রথমত আপনার একটি ল্যাপটপ থাকলে ভালো হয় ল্যাপটপ না থাকলেও আপনি মোবাইল দিয়ে তো করতে পারবেন। আপনাকে ইউটিউব এ সার্চ করে কিভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় সেগুলো ভালো করে শিখে নিতে হবে। আমি মনে করি একজন সাধারন মানুষের যদি অনলাইনে ধারণা নাও থাকে তাহলে তার এই কাজটা শিখতে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে। আর এটা শিখতে তো আপনার কোন টাকা খরচ হচ্ছে না আপনি শুধু সার্চ করে একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিবেন। যেহেতু এই কাজটা শিখার জন্য আপনার কোন টাকা লাগছে না এবং খুব সহজে শিখতে পারছেন কম সময়ে তাই ফ্রীলান্সিং মারকেটপ্লেস আসার জন্য সবচেয়ে বড় সুযোগ।এবং বর্তমান সময়ে ফেসবুক বিজনেস পেজ এর অনেক কাজ পাওয়া যায়।
এরপর হচ্ছে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ফাইবার আপওার্ক বা ফ্রিল্যান্সারে একটা একাউন্ট করে নেবেন। একাউন্ট করার পর আপনি আপনার কাজের একটা গিগ তৈরি করতে হবে। আপনার কাজের সফলতা মূলত নির্ভর করছে এটার উপর। আপনার গিগটা যত সুন্দর হবে এবং যত seo friendly হবে তত বেশি ইনকাম হবে। যদি আন্দাজে গিগ তৈরি করে রেখে দেন তাহলে আপনার গিক সার্চে ও আসবে না আপনার ইনকাম হবে না। আপনার গিগ সার্চ রেজাল্টে যত উপরে আসবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে।গিগ তৈরি করার আগে আপনি আপনার কাজের একটা স্যাম্পল তৈরি করে রাখবেন যাতে বায়ার দেখতে চাইলে দেখাতে পারেন।
আশাকরি সবাই সবকিছু বুঝতে পারছেন।আজকের পোষ্টের উদ্দেশ্য আপনাদেরকে কাজ শিখানো ছিলনা কাজের ব্যাপারে একটু ধারনা দেওয়া ছিল। এখন আপনি এটাকে কিভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এটাকে গুরুত্বসহকারে নেন এবং এখনই ফেসবুক-ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখে নেন এবং এটা সম্বন্ধে ভালো ধারণা লাভ করেন তাহলে আপনার এটা ভবিষ্যতে কাজে আসবে।ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ