ফেসবুক হল বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার ভিতরে সবথেকে বড় মাধ্যম। যেখানে একসঙ্গে যোগাযোগ করা সম্ভব এবং অন্যের সাথে যোগাযোগ রাখা সম্ভব। বর্তমানে ফেসবুকে অসংখ্য ব্যবহারকারীর কারণে ফেসবুকে বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় দিনদিন হ্যাককের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। নানা কৌশলে ব্যবহারকারীর আইডি টা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন রকম ভুয়া তথ্য দিয়ে হাজারো ব্যবহারকারীর আইডি হ্যাক করে নিচ্ছে কিছু কুচক্র হ্যাকাররা। মূল কাজের কথায় চলে আসি ফেসবুকে আপনারা কিভাবে এইচডি আকারের ছবি দিবেন এবং আপনার ফেসবুকে কিভাবে আপনি ডাটা সাশ্রয় করবেন। আপনি হয়তো জানেন না ফেসবুক ব্যবহার করেন তখন আপনার অজান্তে নানা ধরনের কারণে ফেসবুক থেকে বেশি মেগাবাইট চার্জকরা হয়। তো কিভাবে আপনার ফেসবুকের মেগাবাইট চার্জ কমানো যায়: সেইটাই বলেছি প্রথমে আপনার ফেসবুক সেটিং এ চলে যান। ফেসবুক সেটিং এ যাওয়ার অফশনে আপনি ফেসবুক, সেটিং ( Settings) ক্লিক করবেন না সেটিং এ ক্লিক না করে সেটিং এর নিচের দিকে অর্থাৎ একটু নিচের দিকে যেয়ে খুঁজে পাবেন Data usage। এই লেখাটির উপরে ক্লিক করুন ‘লেখাটায় ক্লিক করার পর নিচের দিকে গিয়ে দেখুন লেখা আছে, Data saver,, এবার দেখুন ডাটা সেভার এর ডানপাশে একটা ডট দেয়া আছে ওটা আপনি ক্লিক করে ডান পাশে সরিয়ে নিন। তাহলে আপনার এখন থেকে কম এমবি খরচ হবে। তারপর দেখুন লেখা আছে, photo quality এইটার ডানপাশে কিলিক করে ফটো কোয়ালিটি টা “”high”” করে দিন তাহলে আপনি যখন ছবি ছাড়বেন আপনার ছবি গুলো এইচডি হাই কোয়ালিটি তে পাবলিক পোস্ট করতে পারবেন।। তারপর দেখুন নিচে লেখা আছে, Video autoplay এই লেখাটির উপরে ক্লিক করে আপনি যদি always করে দেন তাহলে ফেসবুকে ঢুকলেই যেকোন ভিডিও অটো প্লে হয়ে যাবে। এটা যদি না করা থাকে তাহলে ক্লিক করে আপনি করে নিতে পারেন।। এটাই ছিলো ফেইসবুকের মূলত কিভাবে ডাটা সাশ্রয় করবেন এবং ফেসবুকে এইচডি আকারের ছবি ছাড়বেন ভিডিওগুলো অটো প্লে করবেন।
দেখুন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে অন্যের চ্যানেল অ্যাড করবেন।
হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের...