ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গড়ুন
আমাদের দেশে বর্তমানে চাকরির বাজার খুব মন্দ এজন্যে দেখা যাই অনেক ছেলে মেয়েরা এই ফ্রিল্যান্সিং শিখে নিজে একটা কিছু করার চেষ্টাই আছে। কিন্তু যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা হইতো অনেকেই জানেন না ঠিক কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠিক কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন
বর্তমান প্রযুক্তির বিশ্বে অনলাইনে লাখ লাখ কাজ রয়েছে একটি মানুষ সব কাজের উপর অভিজ্ঞ হতে পারেনা তাই প্রথমে আপনাকে একটি নিদির্ষ্ট কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করা লাগবে। মনে রাখতে হবে এই সেক্টরে যখন আপনি আসবেন এখানে অনেকেই দক্ষ ও মেধাবী রয়েছে তাই আপনাকে ও নিশ্চয় এখানে দক্ষ হয়ে আসতে হবে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দিয়ে খুশি হই তাহলে আপনি পুনরায় সেসব ক্লায়েন্ট এর থেকে কাজের ফীডব্যাক পাবেন।
নিচের এই দিক গুলো জেনে বুঝে যদি ফ্রিল্যান্সিং শুরু করেন তাহলে আপনি এখানে সাফল্য পাবেন।
১ম: আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাজে মন দিতে পারেন বা কোন কাজ আপনার ভালো লাগে এবং ভালো বুঝেন। মনের বিরুদ্ধে অনেকসময় কাজে আনন্দ পাওয়া যাইনা তাই একটা কাজ নিদির্ষ্ট করে নিন।
২য়: যেই কাজ টি বেছে নিবেন সেটির ব্যাপারে যতটা পারেন জেনে নিবেন তারপর উক্ত বিষয়ের কাজ টা পুরোপুরি শিখবেন। এজন্যে আপনাকে সময় নিতে হবে, প্রতিদিন সময় দিয়ে শিখতে হবে।
৩য়: আপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে ফ্রিল্যান্সিং করতে হলে অনেক সময় ক্লায়েন্টের কথাতে আপনাকে সেরকম কিছু করে দেখাতে হবে।
৪র্থ: যদি মনে করেন আপনার কাজ শিখতে বেশ সমস্যা হচ্ছে তাহলে আপনি কোর্স করতে পারেন, বিভিন্ন জায়গা আছে এমন। তবে কোর্স করলেও কাজের দক্ষতা আপনাকে নিজে নিজেই করে নিতে হবে।
৫ম: প্রচুর পরিমানে কাজের প্যাক্টিস করতে হবে।মনে রাখবেন যত কাজের প্যাক্টিস করবেন তত শিখতে পারবেন। এজন্যে প্রচুর টিউটোরিয়াল ফলো করেন আর নিজে নিজে চেষ্টা করেন।
৬ষ্ঠ: কাজ শুরু করার আগে মার্কেট প্লেস গুলো ঘুরে দেখুন আর মার্কেট রিচার্চ করুন।মনে রাখবেন শুরুতেই আপনি কাজ পেয়ে যাবেন না হইতো পেতে কিছুটা সময় ও লাগতে পারে কিন্তু কাজে লেগে থাকলে সাফল্য আশা করা যাই।
৭ম: প্রযুক্তি বিষয়ে একটু ধারনা রাখতে হবে আর কম্পিউটার বিষয়ে যতটা জেনে নিবেন ততটাই ভালো হবে। ফ্রিল্যান্সিং করার সময় অনেক ফাইল ডাউনলোড করতে হতে পারে যেন কম্পিউটারে ম্যালওয়্যার এটাক না হই এজন্যে ধারনা রাখতে হবে।
এবার আসি কেমন কম্পিউটার/ল্যাপটপ থাকা লাগবে,কি কি লাগবে ইত্যাদি
এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি ঠিক কি কাজ করবেন এবং সেই অনুযায়ী একটি পিসি বা ল্যাপটপ প্রয়োজন। আমি বলব আপনারা পিসি দিয়ে কাজ করবেন খুব ভালো হবে সেটা। কারন ল্যাপটপ মাল্টি টাস্কের ক্ষেত্রে পিসির থেকে কিছুটা পিছিয়ে থাকে। আর অনেক সময় পিসি অন রাখা জরুরি এজন্যে ল্যাপটপ থেকে আশানুরুপ ফল পাবেন না।
কেমন দামের পিসি/ল্যাপটপ লাগবে?
যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে বলব আপনাকে খুব বেশি ইনভেস্ট করে পিসি বা ল্যাপটপ ক্রয় করার দরকার নেই যেহেতু আপনি নতুন তাই খুব বড় বড় প্রজেক্টের কাজের প্রয়োজন নেই। যখন আপনি ইনকাম করা শুরু করে দেবেন তখন নিজের প্রয়োজনমত কিনে নিবেন।
কাজ করতে করতে আপনি বুঝে যাবেন আপনার কেমন কনফিগারের পিসি/ল্যাপটপের প্রয়োজন।
জরুরি কথা
টাকা ইনকামের উদ্দেশ্যেই সবাই কাজ করে ফ্রিল্যান্সার হয়ে কিন্তু আপনি যদি কাজ শেখার আগেই টাকার নেশায় পড়ে থাকেন তাহলে হবে না। আপনাকে আপনার কাজ শিখতে হবে এবং সেই কাজে দক্ষ হতে হবে।
আপনি প্রতিদিন বিভিন্ন আউটসোর্সিং সাইট ভিজিট করবেন এবং সেখানে কাজের ধরণ দেখবেন। এজন্যে অনেক পপুলার সাইট রয়েছে যেমন: freelancer/upwork ইত্যাদি অনেক সাইট আছে। নিয়মিত সময় আপনাকে দক্ষ করে তুলবে সুতরাং কাজে ফাঁকি দিলে পিছিয়ে পড়বেন এবং সফল হতে পিছিয়ে যাবেন।