ফ্রিল্যান্সিং নিয়ে কিছু মিথ্যা ধারণা।

আশা করি সবাই ভালো আছেন।আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই ভবিষ্যতে ফ্রিল্যান্সার হতে চাই তারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন দেখি যেইগুলো আসলে আমাদের ফ্রিল্যান্সার হওয়ার পথে বাধা হয়ে দারায়।এই প্রশ্নগুলো বা গুজবগুলো আমাদেরকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য অনেক ডিমোটিভেটেড করবে।আমাদের ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছেটাই মেরে ফেলি।এই কথাগুলোর সম্মখীন আমিও হয়েছি।তো চলুন সেই কথাগুলোর বাস্তব কি জেনে নেইঃ

১.ফ্রিল্যান্সার হতে হলে কি সাইন্সের স্টুডেন্ট হতে হয়?

-এটা একেবারে মিথ্যা ধারণা।আপনি যদি পড়ালেখা নাও করেন তারপরও ফ্রিল্যান্সিং এর কাজ শিক্ষে ফ্রিল্যান্সার হতে পারবেন।কিন্তু আমি অনেক সময় ফেসবুকে গেলি দেখি ফ্রিল্যান্সার হতে গেলে নাকি সাইন্সের স্টুডেন্ট হতে হয়।এইরকম কথাগুলো অনেক কর্মাস আর আর্টসের স্টুডেন্টের জন্য ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছেটাকে ব্যর্থ করে দে।আপনি যখন মার্কেটপ্লেসে কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোন শ্রেনীতে পড়েন,তিনি শুধু জিজ্ঞেস করবেন আপনি কাজটা পারবেন কিনা আর কতদিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন।তাই এই মিথ্যা ধারণাটা বিশ্বাস করবেন না।

২.ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে কি করা যায়?

-অনেক ইউটিউবার ভিডিও আপলোড করে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ-লক্ষ টাকা আয় করুন।এইসব ভিডিও দেখে এমবি খরচ করার কোনো মানে হয় না।আপনার ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই ল্যাপটপ দরকার হবে।আর এমন কিছু কাজ আছে যা আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন না।সেটা করার জন্য আবার আপনার কম্পিউটার লাগবে।মোবাইল দয়ে এপ্পস বা সাইটে কাজ করা যায় কিন্তু ফ্রিল্যান্সিং করা যায় না।

৩.আমরা কি আউটসোর্সিং করে ইনকাম করছি?

-এটা অনেক টিভির চ্যানেলে ও ভুল করে থাকে।আমরা নাকি আউটসোর্সিং করে মাসে আয় করছি।আসলে আমরা ফ্রিল্যান্সিং করছি।আউটসোর্সিং করছে তারা যারা আমাদেরকে কাজ দে।যেমন একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিলে আমরা ফ্রিল্যান্সিং করছি আর ক্লায়েন্ট আউটসোর্সিং করছে।তাই এইসব বিষয়ে ভুল করা যাবে না।

৪.কাজ না শিখে কি ফ্রিল্যান্সিং করা যায়?

-অনেকে আবার সাইটে কাজ করে ইনকাম করে তারপর ভাবে ফ্রিল্যান্সিং করেও হয়তো এভাবে ইনকাম করে ফেলভে।মানে কোনো কাজ শিখার দরকার নাই।এটা একবারে ভুল ধারণা।আপনি কাজ ভালো করে না পারলে কোনো সময় কাজ পাবেন না।এতে আপনার সপ্নের ফ্রিল্যান্সিং শেষ হয়ে যাবে।

৫.ফ্রিল্যান্সিং কি বেশিদিন থাকবে না?

-আজ ২০২০ সালে এসেও বাংলাদেশের মানুষরা ভাবে যে ফ্রিল্যান্সিং একদিন শেষ হয়ে যাবে।আমিও ভাবি এটা হয়তো শেষ হতে পারে যদি গুগলটা শেষ হয়ে যায়।আর যতদিন গুগল আছে ততদিন শেষ হওয়ার প্রশ্নই উঠে না।

এরকম হাজারো প্রশ্ন আমরা দেখতে পাই।এগুলো দেখে আমরা নিজের ফ্রিল্যান্সিং আসতে চাই না।আবার অনেক মানুষ বলে ফ্রিল্যান্সিং করে এক টাকাও ইনকাম যায় না।তারা এসব কথা বলবে কারণ তারা জীবন ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি না।তাই জীবনটা তোমার তোমাকেই গড়তে হবে।মানুষের কথায় পিছিয়ে গেলে চলবে না।

এই আইডিয়াগুলো তোমার বন্ধুর সাথে শেয়ার করো,তারও উপকার হবে।

Related Posts

13 Comments

মন্তব্য করুন