বন্ধুর রাগ ভাঙ্গানোর এসএমএস, মেসেজ – প্রিয় বন্ধুর রাগ ভাঙ্গানোর উপায় | বন্ধুর রাগ কমানোর উপায় – বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে এটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু কাছের বন্ধুর সাথে ঝগড়া বা কথা কাটাকাটি হওয়া মাত্রই যে বন্ধুত্ব শেষ হবে এমনটা কিন্তু নয়।
প্রকৃত বন্ধুত্ত্ব হয় সারাজীবনের জন্য। প্রকৃত বন্ধু কখনো তাদের বন্ধুত্ত্ব ভাঙার কথা বলবে না। যাহোক আমাদের আজকের টপিক কি হতে চলেছে সেটা নিশ্চই টাইটেল পড়ে বুঝে গিয়েছেন। ধরুন আপনি খুব কাছের একজন বন্ধু আছে, তার সাথে হটাৎ আপনার ঝগড়া হলো, এখন কিভাবে আপনি তার রাগ ভাঙাবেন তার কয়েকটি উপায় নিচে বলে দিচ্ছি।
বন্ধুর রাগ ভাঙ্গানোর এসএমএস
১. আপনার ভুল হলে স্বীকার করুন
যদি আপনার কাছের কোনো বন্ধুর সাথে আপনার কথা কাটাকাটি হয় বা ঝগড়া হয় তবে একটু চিন্তা করুন, আসলে ভুলটা কার। যদি ভুলের কাটা বেশিরভাগ আপনার দিকে ঘুরে আসে তবে ভুল বেশি আপনারই।
সুতরাং এতো কিছু না ভেবে আপনার ভুল স্বীকার করে নিন। ভুল স্বীকার করলে কারও কাছে ছোট হওয়া নয় নিজের মহান ব্যক্তিক্তের পরিচয় পাওয়া যায়।
২. সব কিছু ভুলে তাকে ফোন করুন
হতে পারে আপনার সাথে তার অনেক ঝগড়া হয়েছে। কিন্তু হয়তো সেও আপনার কথায় ভাবছে। তাই সব রাগ অভিমান ভুলে গিয়ে তাকে একটা ফোন করেই ফেলুন। এতে আপনি ছোট হবেন না, বরং বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে এতে।
৩. অন্য বন্ধুদের সাহায্য নিন
কোনো বন্ধুর সাথে ঝামেলা হলে সেটা ঠিক করার ক্ষেত্রে অন্য বন্ধুরা ম্যাজিকের মত কাজ করে। একদিন আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড মনিরের অনেক ঝগড়া হয় সামান্য একটা বিষয়ে। প্রায় এক বছর কেউ কারো সাথে কথা বলিনি। কিন্তু একটা সময় নিজের ভুল বুঝতে পেরে আমি আমার অন্য বন্ধু বিজয়কে বলি তার সাথে আমার পুনরায় সম্পর্ক ঠিক করে দিতে। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো বন্ধু আছি, ঠিক যেমনটা আগে ছিলাম। এটা ছিল কেবল একটা উদাহরণ, যেটা আপনিও আপনার ক্ষেত্রে করতে পারেন।
৪. তার সাথে একান্তে দেখা করুন
আপনার সাথে আপনার কোনো বন্ধুর যদি ঝগড়া হয় তবে একান্তে তার সাথে দেখা করুন এবং তাকে পুরো বিষয়টা ধীরে সুস্থে বুঝিয়ে বলার চেষ্টা করুন।
৫. ইগো নামক শব্দটি এড়িয়ে চলুন
সত্যি বলতে, যেখানে ইগো নামক শব্দটি জড়িয়ে পড়ে সেখানে বন্ধুত্বের সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না। তাই যত পড়ুন ইগো এড়িয়ে চলুন। বন্ধুত্বের সম্পর্কে কখনো ইগো নামক কোনো শব্দ নেই।
৬. বন্ধুর রাগ ভাঙ্গানোর এসএমএস মজার কিছু করুন
তার রাগ কমানোর জন্য মজার কিছু করতে পারেন। যেমন ধরুন গান, কিছুটা অন্যরকমের দুষ্টুমি, কিংবা কোনো বড় কার্ডে সরি লিখে তার কাছে ক্ষমা চাওয়া এই ধরনের কিছু।
৭. তাকে সারপ্রাইজ দিন
প্রিয় বন্ধুটির রাগ কমানোর জন্য তাকে কিছু একটা সারপ্রাইজ দিতে পারেন। এতে সে মনে মনে খুশি হবে এবং তার আপনার প্রতি অনেকটাই রাগ কমে যাবে।
এই ছিল ৭ টি অসাধারণ উপায় যেগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক আবার আগের মত করতে পারেন এবং তার রাগ কমাতে পারেন। এই বিষয়ে আপনার মতামত মন্তব্য করে জানাবেন কিন্তু।