আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
প্রতিটি মেয়ের জীবনের এক আলোকিত অধ্যায়ের নাম হলো বাবা।প্রতিটি মেয়ের কাছে তার বাবা হলো একজন সুপারম্যান।যিনি তাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবে।সকল সমস্যার সমাধান করবে।তার সমস্ত চাহিদা পূর্ণ করবে।ছোটবেলায় সেই ছোট আংগুল ধরে বাবাই আমাদের পথ চলতে শিখাই।আমাদের জীবনের নানান ধরণের ঝামেলা সহজে সমাধান করে তুলে বাবা।
বাবা একজন মানুষ যাকে কখনো কিছুর জন্য বলতে হয় না।নিজেই সকল চাহিদার বস্তু সমূহ এনে সন্তানের সামনে হাজির করে তুলে।প্রতিটি বাবার কাছে তার মেয়ে রাজকন্যার সমতুল্য।প্রতিটি সন্তানের কাছে বাবা এক মহা মূল্যবান সম্পদের নাম।বাবা যতদিন আছে পৃথিবীর কোন খারাপ শক্তি আপনাকে ছুয়েও দেখতে পারবেনা।এখন বাবা হয়ে থাকে সন্তানের জীবনে একজন পথ নিদর্শক।জীবনে চলতে গেলে আপনাকে নানান ধরণের সমস্যায় পড়তে হয়।বাবা আপনাকে সঠিক নির্দেশনা দিবে।
আপনি ঠিক ততদিন রাজকন্যা যতদিন আপনার বাবা জীবিত আছে।বাবাহীব সন্তানের অস্তিত্ব ছায়াহীন পথিক এর সমতুল্য।আমার বাবা ছিলেন একজন শিক্ষক।আমার জীবনের মেন্টর।আমি আজ যা কিছু হতে পেরেছি সকল ক্ষেত্রে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান তিনি হলেন আমার বাবা।আমার ভুলে বাবা কখনো আমাকে বন্ধুর মতো, কখনো ভালো একজন দিক নির্দেশক এর মতো আবার কখনো একজন ভালো পরামর্শদাতার মতো উপদেশ দিয়েছেন।আমার সকল অর্জনে যেমন আমার পাশে ছিলেন ঠিক তেমনি আমার সকল অসফল কাজে আমার পাশে ছিলেন। কখনো এক মূহুর্তের জন্য আমাকে একা ফেলে যান নি।কিন্তু আজ তিনি আমার পাশে নেই।আমি চাইলেও তাকে আমি ফিরিয়ে আনতে পারনা।আজও সকল অর্জনে তার কথা মনে পড়ে সবার আগে।আনন্দ ভাগাভাগি করতে চাই তার সাথে। কিন্তু আজ বাবা পাশে নেই।বাবা আপনার একটি ছায়ার মতো। বাবা আছে পৃথিবীতে সব আছে।বাবা নাই পৃথিবীতে কিছুই নেই।বাবা যতদিন আছে দেখবেন আপনার আশে পাশে মানুষের অভাব হবে না।যেইদিন বাবা চলে যাবে ঠিক সেইদিন আপনার পাশে আর কাউকে খুজে পাবেন না।একজন বাবা ঠিক বটবৃক্ষের মতো। পরিবারের সবাইকে নিজের ছায়াতলে আগলে রাখে। যেইদিন বাবা চলে যাবে সেইদিন থেকে চারপাশের শুণ্যতা আপনাকে এমনভাবে ঘিরে ফেলবে আপনি কুল কিনারা পাবেন না।বাবাকে তাই মনে পড়ে প্রতিটি কর্মে প্রতিটি মূহুর্তে। বাবা ছাড়া পৃথিবীটা খালি খালি লাগে।
তাই সময় থাকতে বাবাকে কদর করুন।বৃদ্ধ বয়সে তাদের পাশে দাড়ান।আদেশ উপদেশ মেনে চলুন।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাষ্ক পড়ুন
সুস্থ থাকুন
Top related keyphrase:
বাবা তুমি কেমন আছো,
বাবা তুমি নেই বলে,
বাবা তুমি কেমন আছ,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
বাবা তুমি কোথায়,
বাবা তুমি কি জানো,
বাবা তুমি নেই,
বাবা তুমি নেই বলে কবিতা,
বাবা তুমি আমার,
বাবা তুমি আজ নেই,
বাবা তুমি আমাদের ভরসা,
বাবা তুমি আমার হিরো,
বাবা তুমি আছো কোথায়,
বাবা তোমাকে অনেক ভালোবাসি,
বাবা তোমাকে অনেক ভালবাসি,
baba tumi o ki mayer moto,
ও বাবা তুমি,
ও বাবা কেল্লা শাহ তুমি আমার ভরসা,
ও বাবা ও বাবা কোথায় তুমি বলনা,
তোমার বাবা আমার করবেটা কি আমি কি করব ভেবে নিয়েছি,
তোমার বাবা আমার করবেটা কি ডিজে,
তোমার বাবা আমার করবেটা কি ভিডিও গান,
বাবা নেই কবিতা,
বাবা তোমাকে ছাড়া ঈদ,
এ বাবা তুমি,
বাবা তুমি ফিরে এসো,
রাগ করোনা বাবা তুমি একটু হাসো না,
রাগ করোনা বাবা তুমি একটু হাসো,
বাবা তুমি কোথায় আছো,
বাবা তুমি কোথায় হারিয়ে গেলে,
বাবা তুমি কি,
বাবা তুমি খেয়াল রেখো,
বাবা তোমাকে খুব মনে পড়ে,
বাবা তোমাকে খুব ভালোবাসি,
বাবা তুমি ছোট্ট খোকা আমি বুড়ি মা,
বাবা তুমি ছোট্ট খোকা,
বাবা তুমি কলা খাবা গাছ লাগাইয়া খাও,
বাবা তুমি কলা খাবা,
বাবা তুমি ছোট খোকা আমি বুড়ি মা,
বাবা তুমি গান,
বাবা তোমার গান,
বাবা তোমার গজল,
বাবা তুমি হারিয়ে গেলে কই,
বাবা তুমি চলে গেলে ছেড়ে আমায়,
বাবা তুমি চলে গেছ,
বাবা তুমি কোথায় গেলে,
রাগ করোনা বাবা তুমি গান,
বাবা তুমি চালু,
বাবা তুমি চালু কর,
বাবা তুমি চাকর,
বাবা তুমি কেন চাকর,
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে,
বাবা তুমি ছাড়া,
বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে লিরিক্স,
বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে mp3,
বাবা তোমাকে ছাড়া,
বাবা তোমার জন্য,
বাবা তোমার জবাব নেই,
তোমার বাবা জান,
তোমার বাবা জানে,
বলতো বাবা তুমি জানো কিনা,
তোমার বাবার জীবনী,
বাবা তোমার ডিজে,
তোমার বাবা ডিজে গান,
বাবা তোমার দরবারে ডিজে,
বাবা তোমার দরবারে ডিজে গান,
বাবা তুমি তো,
বাবা ভোলানাথ তুমি ত্রিশূলধারী,
বাবা তোমার দরবারে তে,
বাবা তোমার দরবারে তে পাগলের কেলা,
বাবা তুমি তোমার খেয়াল রেখো,
বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি,
বাবা তারকনাথ তুমি সূর্য তুমি চন্দ্র,
তুমি বাবা তুমি মা,
বাবা তুমি ভালো থেকো,
বাবা তোমার দরবারে সব,
বাবা তোমার নয়ন মনি গজল,
তোমার বাবার নাম কি,
তোমার বাবা নাটক,
তোমার বাবা না,
বাবা আজ তুমি নেই,
না বাবা তুমি,
বাবা তুমি রাগ করো না,
বাবা তুমি বলো,
বাবা তুমি বলেছিলে,
বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও,
বাবা তোমাকে বলা হয়নি প্রথম আলো,
বাবা তুমি নেই বলে আজ আমি,
বাবা ভোলানাথ তুমি বিধাতা,
বাবা তুমি ভালোবাসি,
বাবা তোমাকে ভালোবাসি,
বাবা ভোলানাথ তুমি,
তোমার বাবা ভিডিও গান,
বাবা তোমাকে মনে পড়ে,
বাবা তোমার মহিমা,
বাবা তোমার মা,
তোমার বাবা-মা আছে,
তোমার বাবা মার নাম কি,
তোমার বাবা মা নেই,
তোমার বাবার মাথা,
বাবা তুমি কান্না করতেছো যে,
বাবা তুমি কান্না করতেছ যে,
বাবা চলে গেছে মাগো তুমি যাইও না,
বাবা তুমি রাগ করোনা,
বাবা তুমি রাগ করো,
করোনা বাবা তুমি রাগ করো না,
তুমি বাবা লোকনাথ,
তোমার বাবা লোকনাথ,
বাবা তোমার দরবারে লিরিক্স,
বাবা তুমি কেমন আছো লিরিক্স,
বাবা তোমার সব,
তোমার বাবা সং,
বাবা তোমার দরবারে সব পাগলের মেলা লিরিক্স,
বাবা তোমার দরবারে সব পাগলের,
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা lyrics,
বাবা তোমার দরবারে সব পাগলের মেলা ডিজে,
বাবা তোমার দরবারে সব লিরিক্স,
বাবা সাধারণ হয়েও তুমি অসাধারণ,
আমার বাবা নেই,
বাবা নেই,