অনলাইন ইনকাম শব্দটা উচ্চারণ সহজ মনে হলেও আসলে অনলাইনে ইনকাম এতটাও সহজ নয়।চারদিকে মিথ্যা ওয়েবসাইট এর ছড়াছড়ি তে কোনটা যে আসলেই পেমেন্ট করবে এবং কোনটা যে পেমেন্ট করবে না,তা খুঁজে পাওয়া মুশকিল।আবার অনেক ইচ্ছা থাকলেও কাজ জানার অভাবে আপনি কিছুই উপার্জন নাও করতে পারেন।তাই এমন একটা আর্নিং ওয়েবসাইটের খোঁজ সবাই করে যেখানে কাজ করা সহজ আবার পেমেন্ট ও করবে সত্যি সত্যি।এমন যদি হয় যে আপনি মাত্র দশ সেকেন্ড,বিশ সেকেন্ড এর বিঙ্গাপন দেখে টাকা আয় করতে পারছেন,তাহলে বিষয়টা কেমন হবে?সত্যিই দারুণ হবে,তাই না?তাই আজ এমনই একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।এখানে আমি কিভাবে সাইন আপ করবেন এই খুঁটিনাটি বিষয় সহ অনেক কিছুই জানতে পারবেন।
১.যেভাবে সাইন আপ করবেন:
প্রথেমেই বলে রাখি ওয়েবসাইট এর নাম কয়েনপেইউ।
https://www.coinpayu.com/?r=Arjumand
প্রথমে এই লিঙ্ক এ যাবেন এবং আপনার ইমেইল ও একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন।অ্যাকাউন্ট তৈরির পর আপনার দেওয়া ইমেইল টি ভ্যারিফাই করে ফেলুন।এবার আপনার অ্যাকাউন্টে সাইন ইন করে নিন।সাইন ইন করার পর আপনার ড্যাশবোর্ডকে আপনি দেখতে পাবেন।এখান থেকেই এখন কাজ শুরু করে দিতে পারেন।
২.যেভাবে কাজ করবেন:আপনার ড্যাশবোর্ডে প্রবেশের পর উপরের থ্রি ডট এ ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন।এখানে শো অ্যাডশ এ ক্লিক করলে বিভিন্ন প্রকারের অ্যাড আপনার চোখে পড়বে।যেমন-
২.১:সার্ফ অ্যাড:এ ধরনের অ্যাডে আপনাকে নির্দিষ্ট সময় ধরে সার্ফ করতে হবে।অর্থাৎ দেখতে হবে।এ ধরনের অ্যাডগুলো দশ সেকেন্ড থেকে শুরু করে পয়তাল্লিশ সেকেন্ডের হতে পারে। তবে এই অ্যাডে কোন টাইমার দেওয়া থাকে না।তাই উচিত হবে আপনার সময় নিজেই কাউন্ট করে নেওয়া।কখনোই সময়ের আগে বের হয়ে আসবেন না অ্যাড থেকে,তাহলে আপনার পয়েন্ট কাউন্ট হবেনা।
২.২:উইনডো অ্যাড:এ ধরনের অ্যাড এ আপনাকে টাইমার দেয়া থাকবে।তাই আপনার দুশ্চিন্তারকোন কারণ নেই এবং আগে আগে বের হয়ে আসার ও ভয় নেই।উইনডো অ্যাডগুলো সাধারণত দশ বিশ সেকেন্ডের হয়ে থাকে।
২.৩:ভিডিও অ্যাড:এধরনের অ্যাড এ আপনাকে ত্রিশ সেকেন্ডের একটি করে ভিডিও দেখতে হবে।এখানেও টাইমার দেওয়া থাকবে তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।
কোনো কারণে কোন অ্যাড যদি কাজ না করে তবে রিপোর্ট করে দিতে পারবেন Coinpayu এর কাছে।
৩.ফসেট এ আয়:ফসেট এ আপনার কাজ হবে একঘন্টা পর পর রোল করা।এখানে রোল এর মাধ্যমে অনেক বড় অ্যামাউন্ট এর টাকাও পেয়ে যেতে পারেন।ফসেট প্লে করার আগে সাধারণত একটি ক্যাপচা পূরণ করতে হয়।
৪.ক্যাচ এ ফিস করে আয়:সাধারণত সময়ে সময়ে coinpayu একটি সুযোগ দেয় সবাইকে টাকা যেতার তারই অংশ হিসেবে ক্যাচ এ ফিস দেয়া হয়।এখানে আপনার ফিসের উপর ভিত্তি করে আপনি 100স্যাতোশি থেকে 10000 স্যাতোশি পর্যন্ত পেতে পারেন।
স্যাতোশি হচ্ছে বিটকয়েন এর একক।একডলার সমান প্রায় দশ হাজার স্যাতোশির কাছাকাছি।coinpayu তে স্যাতোশি দিয়েই পেমেন্ট করা হয়।একটি অ্যাড দেখার কারণে আপনি তিন থেকে বিশ স্যাতোশি পর্যন্ত পেতে পারেন।
৫.রেফারেল:রেফারেলের মাধ্যমে এখানে টাকা আয় করা সোজা।কারণ প্রতিটি রেফারেলের বিশ পার্সেন্ট পাবেন আপনি।তাই আর দেরি না করে এখনি আপনার টিম নিয়ে নেমে পড়ুন কাজে।
৬.পেমেন্ট:পেমেন্ট অনেকগুলো মাধ্যমেই নেড়য়া যাবে।আর টাকার অ্যামাউন্ট ও পরিবর্তন হয়,এগুলোর ধরণ অনুযায়ী।
৬.১:বিটকয়েন:সর্বনিম্ন স্যাতোশি ১০০০০ থাকলে যেকোন বিটকয়েন অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন টাকা।তবে বাংলাদেশিরা সাধারণত কয়েনবেজ অ্যাকাউন্ট টি বেশি ব্যবাহার করেন।
৬.২:পেইয়ার;পেইয়ার অ্যাকাউন্টে মাত্র ৩০০০ স্যাতোশি থাকলেই তুলে নিতে পারবেন টাকা।পেইয়ার এ তিনহাজার স্যাতোশি সমান এক ডলার হয়।
৬.৩:ডোজকয়েন:ডোজকয়েন এ ৫০০০ স্যাতোশি হলে তুলতে পারবেন এখানে।
৬.৪:ফোসেটপে:এখানেও ৫০০০ স্যাতোশি হলে পেমেন্ট নিতে পারবেন।
৬.৫:লিটেকয়েন:এখানেও ৫০০০ স্যাতোশি হলে তুলতে পারবেন।
৬.৬:ইথারনিয়াম:এখানে ১৫০০০ স্যাতোশি হলে তুলতে পারবেন।
আপনি মিনিমাম পেআউট অ্যামাউন্ট এ পৌঁছালে উইথড্রল রিকুয়েস্ট দিতে পারবেন।উইথড্র দেওয়ার তিনদিনের মাঝে আপনারা টাকা পেয়ে যাবেন এবং ইমেইল দিয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।নিচে আমার পেমেন্ট প্রুফ টি দিয়ে দেয়া হলো।
আজকে এ পর্যন্তই। আগামিতে আবার কোন লেজিত ওয়েবসাইট নিয়ে কথা হবে।