আসসালাম উলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। পাখি পালন করে আপনি খুব সহজেই একজন সফল উদ্দোক্তা হয়ে উঠতে পারেন এতে আপনার খরচও কম হবে আর দ্রুত লাভবান হতে পারবেন। তাহলে আপনি কিভাবে শুরু করবেন এই নিয়ে আমি আপনাদের কিছু টিপস দেব আজকে আমার এই পোস্টে। আপনি পাখির খামার করার জন্য আপনি প্রথমে কয় এক জোড়া পাখি ক্রয় করতে পারেন যেই পাখি গুলো সহজে বংশবিস্তার করতে পারে যেমন ধরুন কিছু পাখির নাম বলছি- বাজিগর, ফিঞ্চ, কোকাটিল ইত্যাদি। এই পাখিগুলো সাধারণত খুব সহজেই বংশবিস্তার করতে সক্ষম। আর এদের দেখাশোনা করাও অনেক সহজ। প্রথম পর্যায়ে আপনি কয়েকটি ছোট খাচাতে পাখি পালন করা শুরু করতে পারেন। বর্তমানে উপরের তিনটি পাখির ভেতর ককাটিল পাখির চাহিদা বেশি। আপনি যদি এই পাখি পালন করে সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে খুব দ্রুত আপনি একজন সফল পাখি ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। ফিঞ্চ পাখি পালন করে অনেক সহজে ব্রিডিং করা যায়। এই পাখি প্রতি চার মাসে একবার করে ডিম দেয় চার, পাচঁটি করে। তাই এই পাখি পালন করা সহজ। বাজিগর পাখি প্রতি চার মাসে একবার ডিম দেয়। এই পাখি পালন পদ্ধতি অনেক সহজ ও লাভজনক। সাধারণত এই পাখির প্রধান খাদ্য হিসেবে চীনা, কলমি শাক, বিভিন্ন ফলের বীজ ইত্যাদি। আপনি যদি শহরে থাকেন তাহলে বাসার ছাদে এই পাখির খামার তৈরি করতে পারেন। এর জন্য সুষম পরিবেশ হল অতিরিক্ত গরমে অথবা অতিরিক্ত শীতে এদের রাখা যাবে না। এদের খামার এমন স্থানে তৈরী করুন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে। যেখানে বন্য জীবজন্তু আসা যাওয়া করেনা এমন স্থান নির্বাচন করুন। প্রতি বেলায় সঠিক নিয়মে খাবার প্রদান করুন। কোন একটি পাখি যদি রোগে আক্রান্ত হয় তাহলে ততক্ষণাত ওই পাখিটাকে অন্য সব পাখির থেকে আলাদা ভাবে চিকিৎসা প্রদান করুন। পাখির খাচাই ছোট ছোট হাড়ি ঝুলিয়ে রাখবেন ডিম দেওয়ার জন্য। সবথেকে ভাল হয় একসাথে একটি বড় খাচাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা এবং কয়েকটি বক্স অথবা মাটির হাড়ি রাখতে পারেন। উপরোক্ত আলোচনায় আপনার পাখি পালনে যদি এর অতিরিক্ত কোন সমস্যার সৃষ্টি হয় আপনি আপনার এলাকার অভিজ্ঞ পাখি পালকদের কাছ থেকে পরামর্শ গ্রহন করতে পারেন। আপনি সময় মত সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনার জীবনে সফলতা আসবেই। আপনি হয়ে উঠতে পারেন একজন সফল উদ্দোক্তা। আমার পোস্টটি ভাল লেগে থাকলে শেয়ার করুন। উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন কিছু লেখার অনুপ্রেরণা পাবো। দয়া করে আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা শুরু করবেন কিভাবে? (Mobile Repairing Business Idea)
আজকালকার সময়ে বিভিন্ন ব্যবসা আমাদের চারপাশে পরিচালিত হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত ব্যবসা পরিচালনা করার দ্বারা আজ প্রচুর অর্থ আয়...