আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করি আপনারা সকলে ভালো আছেন।আপনারা এই মহামারিতে প্রত্যেকেই নিজের সৃষ্টিকর্তার নিকট অনুগ্রহ কামনা করুন।সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেটাই কামনা রইল। ব্যস্ততা নিয়ে স্ট্যাটাস
আমার আজকের পোস্টটি বাস্তব জীবন সংক্রান্ত একটি পোস্ট। আশা করি আপনাদের উপকার হবে।ব্যস্ততা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ।ব্যস্ততার পূর্ণাজ্ঞ কোন সংজ্ঞা নেই।আমরা যখন আমাদের দৈনন্দিন কাজে থাকি সেটাই ব্যস্ততা নামে পরিচিত। প্রত্যকেরই উচিত নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখা। তবে তা এতটাও না যা তার নিজের থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়।
ব্যস্ততা অনেক সময় ক্ষতির কারণও বটে।ব্যস্ততার কারণে আমরা অনেক সময় আমাদের আপনজন থেকে দূরে সরে যাই।নিজেকে কাজে এতটাই ব্যস্ত করে ফেলি আশে পাশের মানুষের খবর নেবার সময় হয় না।একসময় নিজেকে একা করে ফেলি। তখন বিষন্নতা আমাদের চেপে বসে। ব্যস্ততার মতো অ্যুহাতের ফলে অনেকের ব্যক্তিগত সম্পর্ক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
ব্যস্ততার মতো অযুহাতের ফলে অনেক সময় আমরা আমাদের আত্নীয়সজন এর থেকে দূরে সরে যাচ্ছি।ব্যস্ততা এমন একটি শব্দ যার সুফল এবং কুফল দুইদিকই বিদ্যমান। নিচে সুফল এবং কুফল তুলে ধরা হলোঃ
সুফলঃ
১.ব্যস্ততার ফলে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো পালন করতে পারছি।
২.ব্যস্ততার ফলে আমরা দৈনন্দিন রুটিন ঠিকমতো পালন করতে পারছি।
৩.ব্যস্ততার ফলে আমরা নানান ধরণের কুচিন্তা থেকে দূরে থাকতে পারছি।
৪.ব্যস্ততার ফলে আমরা সময়ের কাজ সময়মতো সমাধান করতে পারছি।
৫.ব্যস্ততা থাকলে আমরা আমাদের কাজে ডুবে থাকি ফলে ডিপ্রেশন এর মতো জিনিস থেকে দূরে থাকা যায়।
কুফলঃ
১.ব্যস্ততার ফলে জীবনে একঘেয়েমী চলে আসে।ফলে জীবন আর উপভোগ করা যায় না।
২.ব্যস্ততার ফলে মানুষ তার বন্ধুবান্ধব থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে।
৩.ব্যস্ততার কারণে মানুষ পরিবারের প্রতি ঠিকমতো দায়িত্বপালন করতে পারছেনা।
৪.ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে মানুষ দিনদিন অনুভূতিহীন হয়ে পড়ে।
৫.ব্যস্ততার ফলে মানুষ তার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না।
৬.ব্যস্ত থাকতে থাকতে মানুষ টাকার নেশায় এতটা ডুকে যায় তার নিজের মধ্যে একধরণের অহংকারবোধ চলে আসে।যা তার মধ্যে একসময় ধংশ এর কারণও বটে।
পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে।পরিমাণের অধিক কোন কিছুই ভালো নয়।ব্যস্ততাও ঠিক তেমনি।অতিরিক্ত ব্যস্ততার কুফল এতক্ষণ আলোচনা করলাম।তাই সময় থাকতে নিজে সচেতন হউন।দায়িত্বশীল, দায়িত্বশীল সেই সাথে সকলের সৌহাদ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখুন।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন।