আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসা করি সবাই অনেক ভালো আছেন।
টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ অবশ্যই ব্লগিং নিয়ে।অনলাইন থেকে ইনকাম করার সেরা মাধ্যম কোনগুলো, এমন কোনো প্রশ্ন আসে তাহলে শুরুতেই আসে ব্লগিং, ইউটিউব,কিংবা এফিলিয়েট মার্কেটিং এর মত ইনকাম মাধ্যম এর নাম।
তবে এই তিনটির মধ্যে অন্যতম হচ্ছে ব্লগিং।অত্যন্ত সহজে ব্লগিং করে ইনকাম করতে পারেন।তবে তাঁর জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে ব্লগে কাজ করতে হবে।আর তাহলেই আপনার প্রতি মাসে ৪০০-৫০০ডলার সহজেই ইনকাম হবে।
এটা আমি আপনাদের লোভ দেখাচ্ছি না।তবে শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে বললাম।কারণ বাংলাদেশে অনেক বিখ্যাত ব্লগার রয়েছে যারা প্রতি মাসে ব্লগ থেকে কমপক্ষে ৮০০-১০০০ ডলার কিংবা তার অধিক আয় করছে। সুতরাং আপনিও চাইলে অবশ্যই পারবেন।
প্রথমত আপনি একটি ব্লগ সাইট খুলে সেটিকে সুন্দরভাবে কাস্টোমাইজ করে ফেলুন।এরপর আপনি আপনার ব্লগে কমপক্ষে ৫টি কেটাগোরী বানিয়ে ফেলুন।প্রত্যেক কেটাগরি তে কমপক্ষে ২-৩টি করে পোস্ট করে ফেলুন।এরমধ্যে কিন্তু আপনি আপনার ব্লগ সাইটের নাম কিংবা কোনো পোস্টের নাম গুগলে সার্চ করলে সেটি হয়তো নাও দেখাতে পারে।১০-১৫পোস্ট করে ফেলার পর আপনি আপনার সব পোস্ট সঠিকভাবে এসইও করতে থাকুন। একবারে যদি এসইও না হয় তাহলে আবার চেষ্টা করুন,অবশ্যই হয়ে যাবে।
পোস্ট লিখার ও পাবলিশ করার সঠিক নিয়ম:
১. পোষ্ট অবশ্যই ৫০০-২০০০শব্দের মধ্যে লিখুন।
২. প্রত্যেক পোস্টে মেটা ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করুন।
৩.পোস্ট করার আগে টাইটেল কীওয়ার্ড রিসার্চ করুন।
৪.পোস্ট করার আগে অবশ্যই পোস্ট সম্পর্কে ধারণা রাখবেন।
৫. সপ্তাহে অন্তত একটি পোস্ট করবেন এবং সেটি হয়ে হবে বেশি শব্দের এবং ইউনিক প্রয়োজনে ৭দিন একটি পোস্ট নিয়ে ভাবুন।
৬.পোস্ট অবশ্যই স্টক ছবি ব্যবহার করুন।
এখন আপনার কাজ হলো ব্লগে ভিজিটর নিয়ে আসা।কিন্তু কিভাবে? আপনি ৫-১০টি ব্লগকে ফলো করুন।তারা পোস্ট করলে সেখানে কমেন্ট করে আপনার ব্লগের লিংক দিয়ে দিন।এভাবে আপনি সবার ব্লগে কমেন্ট করে আপনার ব্লগের লিংক দিয়ে দিন।
আপনার নিজের ফেসবুক আইডিতে ব্লগের পোস্ট শেয়ার করে দিন অবশ্যই।আর ব্লগ সাইট খোলার পর ব্লগের নামে একটি পেজ বানিয়ে ফেলুন,এবং পেজেও অবশ্যই প্রত্যেক পোস্ট শেয়ার করে দিন।
Quora ওয়েবসাইটে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে,আপনার কাজ হলো তাদের প্রশ্ন অনুযায়ী আর্টিকেল আপনার ব্লগে লিখে তাদের প্রশ্নের উত্তরে গিয়ে আপনার ব্লগের লিংক দিয়ে আসা। একইভাবে ইউটিউবের, ফেসবুক যেখানে দেখবেন আপনার আর্টিকেল কারো প্রয়োজন হতে পারে তাকেই শেয়ার করে দিবেন।
আপনার কয়েকজন বন্ধুর মোবাইল থেকে আপনার ব্লগের নাম গুগলে কয়েকবার সার্চ করবেন।পারলে আপনার ব্লগের পোস্ট গুলো আপনার বন্ধুর ফোন থেকে পড়ুন।এতে আপনার ব্লগ শীগ্রই গুগলে রেঙ্ক করবে।
এইভাবে আপনি ২মাস একটানা পোস্ট করে যান।এখন আপনি আপনার ব্লগ গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন।যদি আপনি সব নিয়ম মেনে কাজ করে থাকেন।এরপর ৩০টি ইউনিক আর্টিকেল লিখা হলেই আপনি অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করে দিন,অবশ্যই আপনি অনুমোদন পেয়ে যাবেন।
এভাবে যদি আপনি কাজ করেন আপনার ব্লগে তাহলে খুব কম সময়ে আপনি এডসেন্স পেয়ে যাবেন, কনোকারণে এডসেন্স না পেলেও আপনি এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই ছিল মূলত আজকের এপিসোড আসা করি সবার উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ