বর্তমানেে ভর্তিপরীক্ষার তৃণমূল প্রতিযোগীতার ফলে এখন উচ্চশিক্ষার জন্য পরীক্ষাপদ্ধতিতে ভর্তিযুদ্ধ থেকে কম নয়। হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিবছর তাদের পছন্দমতো বিষয়ে পড়াশোনা করার জন্য নামে এই যুদ্ধে। ভর্তি যুদ্ধে। ভর্তি যুদ্ধে কেউ হয় জয়ী কেউবা বরণ করে পরাজয়ের তিক্ত অনুভূতি। তবুও মানুষ এই ফলাফলের কথা জেনেও নামে এই অসম প্রতিযোগিতায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আজকের তরুণেরাই আগামী দিনের আশার আলো। তরুণদের তাই যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবার আগে ঢেলে সাজাতে হবে আমাদের শিক্ষাব্যবস্থাকে। প্রতিবছর এইচএসসি পরীক্ষার পর উচ্চশিক্ষা গ্রহনের জন্য ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা নামে এক অসম প্রতিযোগিতায়। সারা দেশের শিক্ষার্থীরা এসে সেই প্রতিষ্ঠানে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। অনেকে তাদের উচ্চশিক্ষা গ্রহনের প্রথম ধাপে উত্তীর্ণ হলেও অনেকে আবার হয় না। শিক্ষার্থীদের এই উচ্চশিক্ষা গ্রহনের জন্য বিরাট প্রতিবন্ধকতার সম্মুক্ষীণ হতে হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তখন তাদের সেই পরিবেশের সাথে খাও খাওয়ানো এক বিরাট বাঁধা হয়ে দাঁড়ায়। সেই সাথে থাকেনা কোনো ধরনের থাকা খাওয়ার ব্যবস্থা। খরচের কথা চিন্তা করে এখন নিম্নমধ্যবিত্ত শ্রেণীর পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। যে সকল শিক্ষার্থী উচ্চবিত্ত পরিবারের তাদের অনেকে নিজেদের উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় বিদেশে অথবা নামি দামি প্রাইভেট বিশ্ববিদ্যালগুলোতে। নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির পরিবারের শিক্ষার্থীদের তাই নামতে হয় এক অসম প্রতিযোগিতায়। অনেক শিক্ষার্থী মেধাবী হয়েও ভর্তি হতে পারছেনা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলোতে। অনেক মেধাবী শিক্ষার্থীরা অর্থের জন্য ভর্তি হতে পারছেনা তাদের পছন্দের বিষয়ে। তাই পারিপার্শ্বিক সকল বিষয়ের কথা চিন্তা করে সময় হয়েছে আমাদের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাবার। শিক্ষাব্যবস্থাকে সকল শ্রেণির শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রনয়ণ করা এবং সেই সাথে যথাযথ সময়ে বাস্তবায়ন নিশ্চিত করা। শিক্ষা আমাদের মৈলিক অধিকার। তাই দেশের উন্নয়নের কথা চিন্তা করে এবং দক্ষ মানবশক্তি গঠনের জন্য সঠিক এবং যুগপোযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা এখন সময়ের দাবি।ভর্তিযুদ্ধ নামক এই অসম প্রতিযোগীতায় সকলে যদি তার নিজ নিজ স্থান থেকে পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীদের এবং সেই সাথে অভিবাবকগণ কিছুটা উপকৃত হবেন। সেই সাথে দেশের প্রায় প্রত্যেকটি জেলায় ভালো মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবি।
ছাত্র ও ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য।
মানুষের দায়িত্ব তিনটি,সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব,বাবা-মায়ের প্রতি দায়িত্ব এবং মানবজাতির প্রতি দায়িত্ব। ছাত্ররা হলো দেশ ও জাতির ভবিষ্যত।ছাত্রজীবনে একজন ছাত্রের মূল...