কোনো সম্পর্কই মিথ্যার উপর টিকিয়ে রাখা উচিত নয়।সেটা হতে পারে প্রেমিক,প্রেমিকার ভালোবাসার সম্পর্ক,ভাই বোনের সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক।আসলে কোনো সম্পর্কে মিথ্যা শব্দটাকে স্থান দিতে নেই।
কিন্তু আজকালকার বেশির ভাগ সম্পর্কই মিথ্যা দিয়েই তৈরি হয়।
সম্পর্কের শুরুটাই হয়ে থাকে কিছু মিথ্যা আশ্বাস দিয়ে।মিথ্যা বলতে হলে কিছু সাজিয়ে গুছিয়ে বলতে হয়।সেই সব কথা গুলো রাত জেগে গুছিয়ে নিতে হয়।কারন বর্তমান সমাজে সত্য কথা বলে সম্পর্কে জড়ানো খুবই কঠিন।
আপনার যার সাথে রিলেশন তাকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন।আমাদের একটা বড় বাড়ি হবে।আমাদের সুন্দর একটা বাবু হবে,হয়তো সেই বাবুর নাম কি হবে সেটা ও ঠিক করে রেখেছেন।আরো কত কি না বলে।কিন্তু আদৌ কি আপনি নিশ্চিত আপনার তার সাথেই বিয়ে হবে।তাহলে এত ভরসা কোথায় পেলেন যে আপনাদের বাবুটা আপনার মতো হবে।আপনার বাবু হবে কি না তারই কোনো নিশ্চয়তা নেই,অথচ তার নামই ঠিক করা হয়ে গেছে।আজকালকার বেশির ভাগ সম্পর্কেই বাচ্চার নাম পর্যন্ত রাখা হয়ে গেছে।কিন্তু শেষ পর্যন্ত বাচ্চার বাবা মাকেই খুঁজে পাওয়া যায় না।
তেঁতো হলে ও এটাই সত্য।সম্পর্কে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় পায় বেশি।সম্পর্করা সত্য পছন্দ করে না।মিথ্যা ভরসা আর মিথ্যা নিশ্চিয়তা দিয়েই সম্পর্ক গুলো দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে।আপনি ভবিষ্যতে আপনার প্রিয় মানুষটিকে বিয়ে করবেন, সেই ভরসা আপনি দিতে পারেন,কিন্তু নিশ্চিয়তা না।সত্য ভরসার সাথে মিথ্যা নিশ্চয়তা জুড়ে দিলেই কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে পানসে হতে থাকে।সম্পর্ক ভরসা পছন্দ করে।কিন্তু মিথ্যা নিশ্চিয়তা না।
যাকে আপনি ভালোবাসেন,তার হাতটি শক্ত করে ধরে যদি বলেন,আমার অনাগত ভবিষ্যতের কছম,তোমাকে ছেড়ে আমি কখনো যাবো না।বিশ্বাস করুন আপনার সম্পর্ক কখনো পানসে হবে না।বরং আপনার প্রতি তার ভালোবাসাটা বেড়ে যাবে।আপনার প্রতি তার বিশ্বাস, শ্রদ্বাবোধ বেড়ে যাবে।ভালোবাসা মানুষটিকে ভালো রাখার জন্য,ভালো সময় কাটানোর জন্য মাঝে মাঝে ছোট ছোট বিষয় নিয়ে মিথ্যা বলতে হয়।আর সেই মিথ্যাই একটা সময় সম্পর্ক ভাঙ্গার কারন হয়ে দাড়ায়।মিথ্যা আশ্বাস দিয়ে কারো সাথে সম্পর্কে জড়ানোর চেয়ে,না জড়ানোই ভালো।কারন মিথ্যা ক্ষনস্থায়ী,আর সত্য দীর্ঘস্থায়ী,মিথ্যা যতোই চাপা থাকুক না কেনো,সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই।তাই মিথ্যা নয় সত্য দিয়েই সম্পর্ক শুরু করুন।ভালো রাখুন আপনার ভালোবাসার মানুষকে। বেধে রাখুন তাকে মায়ার বাধনে।