আমাদের উচিত সবসময় সদা সত্য কথা বলা। কারণ, সত্যবাদী সবসময় জয়ী হয়ে থাকে।
এই প্রসঙ্গে একটি গল্প রয়েছে। গল্পটা উল্লেখ করা হলো।
একদা একটি গ্রামে এক মেষ বালক বাস করতো। তবে বালকটি ছিল মিথ্যাবাদী।সে সবসময় মিথ্যা কথা বলে হাসি তামাশা করতো।
কোন একদিন বালকটি মেষ চড়ানোর সময়-
বালক:বাঘ!বাঘ! আমাকে বাঁচাও।কে কোথায় আছ আমাকে রক্ষা করো!
বালকটির চিৎকার শুনে গ্রামবাসী উপস্থিত।
গ্রামবাসী:কৈ?কৈ?বাঘ কৈ?
বালক: হা!হা!হা!কৈ কোথায় তো বাঘ নেই!
তখন বালকটির কথা শুনে গ্রামবাসী মনে কষ্ট পেল। এবং গ্রামবাসী সেই স্থান ত্যাগ করলো।
এরপর কোন একদিন বালকটি যখন মেষ ছড়াচ্ছিল। ঠিক তখন একটি বাঘ সেখানে এল। তখন বালকটি ঠিক আগের মতো করে আবার চিৎকার করে বলতে লাগল,
বাঘ!বাঘ! আমাকে বাঁচাও!
তখন গ্রামবাসীর মনে করলো যে, ছেলেটা মনে হয় আবার মিথ্যা কথা বলছে।সে হয়তো মজা করার জন্য মিথ্যা কথা বলছে। এইটা ভেবে গ্রামবাসী সেখানে গেল না।
কিন্তু ঐদিন তো সত্যি সত্যি সত্যিই বাঘ এসেছিল,এবং সেই বালকটি কে বাঘে মেরে ফেলেছিল।
বালকটি কে মারার কিছুক্ষণ সময় পর গ্রামবাসী সেখানে গিয়ে দেখলো যে বালকটি কে সত্যিই বাঘে আক্রমণ করেছিল। কিন্তু কী আর করার! গ্রামবাসী মনে করেছিল বালকটি মিথ্যা কথা বলছে। কারণ,এর আগে বালকটি একবার মিথ্যা কথা বলে গ্রামবাসীদের সাথে মিথ্যা কথা বলে মজা করেছিল।
শিখনফল: বালকটি যদি আগে মিথ্যা কথা বলে মজা না করতো, তাহলে সে বাঘের আক্রমণ হতে রক্ষা পেতে পারতো।
শুধু মাত্র মিথ্যা বলার জন্য সম্ভবপর হয় নায়।