পৃথিবীতে পরিশ্রম ছাড়া একজন মানুষ বা অন্য কোন প্রাণী তার সাফল্য অর্জন করতে পারেনা বা তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারেনা।তাই আমরা যদি মোবাইল এর মাধ্যমে আয় করতে চাই,তবে অবশ্যই কিছু না কিছু পরিশ্রম করতে হবে বন্ধুরা।আমরা সবাই আয় করতে চাই,কিন্তু কিভাবে বা কোন পদ্ধতি অবলম্বন করে আয় করব তা আমাদের জানা না থাকার কারণে আমরা হতাশা অনুভব করি।তো চলুন বন্ধুরা হতাশ না হয়ে কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে টাকা আয় করবেন,সেই আলোচনায় চলে যাইঃ
যে যে উপায়ে অনলাইন থেকে আয় করা যায় তার তালিকাঃ
- কোন ওয়েবসাইটে ব্লগিং করে আয় করতে পারেন।
- ইউটিউব ভিডিও বানিয়ে আয় করতে পারেন।
- ইউটিউবে কপি,পেষ্ট করে আয় করতে পারেন।
- স্যোসাল মিডিয়া(ফেসবুক,টুইটার,লিংকডিন,ইনিষ্টাগ্রাম ইত্যাদি)সাইট থেকে আয় করতে পারেন।
- মোবাইল অ্যাপ তৈরি করে প্লে স্টোর বা অন্য কোন সাইটে অ্যাপস গুলো প্রকাশ করে আয় করতে পারেন।
যে যে উপায়ে মোবাইল থেকে আয় করবেনঃ
আমি যে উপায়গুলো নিয়ে আলোচনা করব,সে উপায়গুলো যদি আপনি ভালভাবে শিখে নেন তবে অবশ্যই আপনি আপনার অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায় দ্বারা একটি ভাল মানের টাকা উপার্জন করতে পারবেন,ইনশাআল্লাহ।
কি?অবাক হচ্ছেন যে,ওয়েবসাইট খুলে সেই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ,অবশ্যই টাকা উপার্জন করা সম্ভব এমনকি অনেকেই এভাবে যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করছেন।তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাকঃ
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ইনকাম
আপনি গুগুলের একটি ফ্রি সাইট রয়েছে,যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট খুলে টাকা ইনকাম করতে পারেন।যেমনঃBlogger.com
আপনার ব্লগ সাইটটিতে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশ করে আপনি খুব সহজেই google adsense,sponsor,affiliate marketing এর মাধ্যমে একটি ভাল মানের টাকা উপার্জন করতে পারেন।
ইউটিউব থেকে ধুমচে আয় করবেন যেভাবেঃ
ইউটিউব হচ্ছে একটি মানসম্পন্ন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।যেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন।তো সেজন্য প্রথমে আপনাকে ইউটিউবে একটি Account create করতে হবে।তারপর সেখানে ভিডিও আপলোড করে আপনি একটি ভাল মানের টাকা উপার্জন করতে পারবেন।তবে এক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবেঃ
- ভাল মানের ভিডিও আপলোড করা
- ভিডিও সাউন্ড কোয়ালিটি ভাল করা
- ভাল মানের কন্টেন্ট ব্যবহার করা
- আকর্ষণীয় Thumblain ব্যবহার করা
- ভিউ বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য SEO(off page seo,on page seo)করা ইত্যাদি।
আপনার ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমনঃblogg site,facebook,twitter,pinterest,instagram,facebook group ইত্যাদি সাইটে শেয়ার করা।কারণ এর মাধ্যমে আপনার ভিডিওটির ভিউ এবং সাবস্ক্রাইব দুটেই বাড়বে।
যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে আয় করতে পারেনঃ
বন্ধুরা মিলে Funny Video তৈরি করে আয়ঃ
আপনি ইচ্ছে করলে আপনার কয়েকজন বন্ধু মিলে মজার মজার Funny Video তৈরি করে ইউটিউবে আপলোড করে টাকা উপার্জন করতে পারেন।আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে,আমি কিভাবে ভিডিও এডিটিং করবো।এক্ষেত্রে আমি বলব,আপনার জন্য রয়েছে কয়েকটি ফ্রি ভিডিও এডিটিং সফ্টওয়ার যার মাধ্যমে খুব চমৎকারভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন।
ভিডিওতে কি ধরনের মিউজিক ব্যবহার করবেনঃ
আপনি অবশ্যই আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন।আপনি হয়তো ভাবছেন এগুলো কোথায় পাবেন।হ্যাঁ,সেজন্য আপনাকে গুগলে গিয়ে যেকোন ব্রাউজারে গিয়ে লিখতে হবে copyright free music তারপর সার্চ করবেন দেখবেন অসংখ্য ফ্রি মিউজিক সাইট পেয়ে যাবেন,যেখান থেকে copyright free music ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন।
ভিডিও এর জন্য Thumblain যেভাবে বানাবেনঃ
Canva.com একটি ফ্রি সাইট আছে।এখান থেকে আপনি আপনার ইচ্ছেমত যেকোন Thumblain বানিয়ে নিতে পারেন খুব সহজেই।
ছবি বা ইমেজ বা দৃশ্য যেভাবে সংগ্রহ করবেনঃ
ছবি বা ইমেজ বা দৃশ্যের জন্য গুগলে আপনার জন্য রয়েছে অসংখ্য ফ্রি সাইট।যেমনঃPixabay.com,Pexel ইত্যাদি আরো অনেকই সাইট।এসব সাইট থেকে আপনি খুব সহজেই কপিরাইট ফ্রি দৃশ্য,ইমেজ,ছবি আপনার ইচ্ছেমত ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন।
অবশেষে বলতে চাই,আমার লেখাটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে,তবে অবশ্যই মন্তব্য করে জানাবেন।